ICSE Result

ICSE Result: প্রকাশিত হলো আইসিএসসি পরীক্ষার ফলাফল, সম্ভাব্য শীর্ষে রিতিশা বাগচী

ইউ এন লাইভ নিউজ: একই দিনে, আইসিএসসি (ICSE)এবং আইএসসি (ISC)পরীক্ষার জোড়া ফল প্রকাশিত হলো। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) এর প্রকাশিত সোমবারের ফল এককথায় অনবদ্য। উভয় পরীক্ষায়তেই এই রাজ্যের ছাত্রীরা নজর কেড়েছে। প্রতিযোগিতা এড়াতেই সিআইএসসিই(CISCE) কোনো মেধা তালিকা প্রকাশ করেনি। তবুও, আইএসসিতে, সম্ভাব্য ঠাকুরপুকুরের রিতিশা বাগচী রাজ্যের শীর্ষস্থান অর্জন করেছেন। রিতিশা কলা বিভাগে সব থেকে বেশি নম্বর পেয়ে দক্ষতা অর্জন করেছেন। রিতিশা বাগচী বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী। শিল্পকলায় মনোনিবেশ করা সত্ত্বেও, তিনি সমস্ত স্ট্রিমকেই টেক্কা দিয়েছেন। ৪০০-এর মধ্যে রীতিশার বেস্ট অফ ফোরে প্রাপ্ত নম্বর হলো ৩৯৯ ৷ ইতিহাসে,১০০ এর মধ্যে ১০০। একইভাবে, সমাজবিজ্ঞানে ১০০-এ ১০০। মনস্তত্ত্বে ১০০-এ ১০০। একমাত্র ইংরেজিতে ১০০-এ ৯৯ সেটাই আফশোস ছাত্রীর।

২০২৪ এর আইসিএসই পরীক্ষায়, রাজ্যের পাসের হার ৯৯.২২%। এর মধ্যে মেয়েদের পাসের হার ৯৯.৪১% এবং ছেলেদের পাশের হার ৯৯.০৭%। অন্যদিকে, আইএসসি (ISC)পরীক্ষায় রাজ্যের পাশের হার ৯৭.৮০%। যেখানে মেয়েদের পাসের হার ৯৮.৮৬% এবং ছেলেদের পাশের হার ৯৬.৮৮%। এবারও সর্বভারতীয় স্তরে দশম ও দ্বাদশ উভয় বিভাগেই ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা।