নিউজ ডেস্ক: ইডলির এটিএম ? হ্যাঁ! ইডলি প্রেমীদের জন্য নতুন চমক। এবার থেকে খিদে পেলে রেস্তোরাঁর বাইরে লাইন না দিয়ে দাঁড়িয়ে পড়ুন এটিএমের সামনে। ২৪ ঘন্টা খোলা এই ইডলির এটিএম। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির এক অভিনব প্রয়াস এই ব্যবস্থা। সম্প্রতি বেঙ্গালুরুর এই মেশিনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মেশিনের গায়ে দেওয়া QR কোড স্ক্যান করে পেমেন্ট করলেই বেরিয়ে আসবে গরম গরম ইডলি।
কারা বানাল এই ইডলি এটিএম ?
‘ফ্রেশ-হট ফুডবটস’-র উদ্যোগে এই আয়োজন। বেঙ্গালুরুর দুই ব্যবসায়ী শরণ হিরেমথ এবং সুরেশ চন্দ্রশেখরন আবিষ্কার করেছেন এই যন্ত্র। রীতিমত সাড়া ফেলে দিয়েছে তাঁদের বানানো এই ইডলি এটিএম।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে:
বেঙ্গালুরু শহরের ফ্রেশট ফুডবটসের আউটলেটে গিয়ে ইডলি এটিএম মেশিনের সামনে গিয়ে করতে হবে QR কোড স্ক্যান। এরপর সংস্থার ওয়েবসাইট খুলে যাবে। সেখান থেকে আপনার পছন্দ মতো অর্ডার করতে হবে। এরপর আপনার সামনেই মেশিনে নিজে থেকেই ইডলি তৈরি হবে। শুধু তাই নয়, পরিবেশবান্ধব বাক্সে প্যাক হয়ে সেটি বেরিয়ে আসবে। ভাইরাল ভিডিয়োটি এখনও পর্যন্ত ১,১০০-রও বেশিবার রিটুইট করা হয়েছে। হাজার হাজার মানুষ লাইকও করেছেন ভিডিওটিকে।
কী কী পাওয়া যাবে এই ইডলি এটিএমে ?
চাটনি এবং সম্বর-সহ ৭২টি ইডলি পাওয়া যাবে এই এটিএম মেশিনে। মাত্র এক মিনিটেরও কম সময়ে ইডলি তৈরি হয়ে যাবে। এবং ওই এটিএম চত্বরেই আপনি খেয়ে নিতে পারবেন সেই ইডলি।
ইডলি এটিএম বানানোর কারণ কী ?
অতিমারির সময় থেকেই স্পর্শ নিয়ে সচেতনতার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। সেই কথা মাথায় রেখেই হাইজিনকে আরও গুরুত্ব দিতে এই যন্ত্রটি আবিষ্কার করেছেন শরণ হিরেমথ এবং সুরেশ চন্দ্রশেখরন।
Leave a Reply