Central Government Emplyees

Government Employees: ১ মিনিটও দেরি হলে নেওয়া হবে করা পদক্ষেপ, দফতরের নতুন নিয়ম সরকারি কর্মচারীদের জন্যে

ইউ এন লাইভ নিউজ: সরকারি কর্মচারীদের অফিস ঢোকার সময় বেঁধে দিলো কেন্দ্র। নির্দিষ্ট সময় মেনে দফতরে প্রবেশ না করতে পারলেই , নেওয়া হবে করা পদক্ষেপ। এক মিনিট দেরি হলেও হবে ‘শাস্তি। কেন্দ্রের কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ এই নিয়ম চালু করেছে। কারও জন্য বিশেষ কোনও ছাড়ের বন্দোবস্ত নেই। নির্ধারিত সময় মেনে ঘড়ি ধরেই সব কর্মচারীকে অফিসে ঢুকতে হবে। প্রতি দিন সকাল ৯টার মধ্যে সরকারি কর্মচারীকে ঢুকতে হবে দফতরে, ১৫ মিনিট দেওয়া হবে ‘গ্রেস টাইম’। অর্থাৎ, দফতরে প্রবেশের সরকারি সময় সকাল ৯টা। সব চেয়ে দেরি হলে ৯টা ১৫ মিনিটের মধ্যে তাঁরা দফতরে ঢুকতে পারবেন। এর চেয়ে বেশি দেরি করা যাবে না।

কর্মীদের বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নথিভুক্ত করাতে হবে নির্দিষ্ট দফতরে, তাতেই উপস্থিতি নথিভুক্ত হবে। আইডেন্টিটি কার্ড যন্ত্রের মাধ্যমে ‘পাঞ্চ’ করে ঢুকতে হবে, ৯টা ১৫ মিনিটের পর কেউ নিজের কার্ড ‘পাঞ্চ’ করালে তাকে ‘লেট এন্ট্রি ‘ বলে নথিভুক্ত করা হবে। যে কোনও সরকারি কর্মচারীর সারা বছরে নির্দিষ্ট সংখ্যক কিছু দিনের ছুটি বরাদ্দ থাকে, কোনও কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যে দফতরে না পৌঁছলে সেই বরাদ্দ ছুটির মধ্যে একদিন কাটা যাবে। অনেক অভিযোগ ওঠে যে সরকারি কর্মীরা যখন খুশি অফিসে ঢোকেন এবং সময়ের আগেই বেরিয়ে যান। কেউ কেউ অফিসে ঢুকে উপস্থিতি নথিভুক্ত করিয়েই আবার বেরিয়ে যান। এতে সাধারণ মানুষকেও অনেক সমস্যায় পড়তে হয় তাই এইবার নেওয়া হল এমন কড়া পদক্ষেপ।