China: নয়া উদ্যোগ, ২৫-এর গাঁটছড়াতেই মিলবে পুরস্কার! কোথায়? জেনেনিন…

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ২৫ বছর বয়সের মধ্যে বিয়ে করলেই মিলবে পুরস্কার। শি জিনপিং-এর এই নয়া প্রস্তাবে উত্তেজিত হয়েছে চিন। যুবক যুবতিরা যাতে ঠিক সময় বিয়ের পিঁড়িতে বসে সেই জন্যেই নেওয়া এরকম উদ্যোগ। এই নয়া উদ্যোগের প্রধান কারণ চিনের জন্মহার বৃদ্ধি করা। 

গত কয়েক বছরে চিনের জনসংখ্যার হার অধিক মাত্রায় কমে যায়। সঠিক সময় যুবক-যুবতীরা বিয়ে করলে এবং সঠিক সময় সন্তান প্রসব করলে তাদেরকে নগদ পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছেন শি জিনপিং। অন্যদিকে সন্তানের শিক্ষাগত খরচ, চিকিৎসা প্রভৃতি বিষয়ক ছাড় দেওয়ার কথা বলেছেন তিনি। এই উদ্যোগের সদ্ব্যবহার করার জন্য পুরুষদের বয়সসীমা থাকবে ২২ এবং মহিলাদের বয়স সীমা থাকবে ২০। নগদ হিসেবে যা টাকা এই নতুন বিবাহিত দম্পতি পাবে তা ভারতীয় মুদ্রণে প্রায় ১২০০০ টাকা। 

গত দুই বছরে বিপুলভাবে কমে গিয়েছে চিনের জনসংখ্যা। সরকারি পরিসংখ্যান সংস্থা অর্থাৎ ‘ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিকস্’ এর মত অনুযায়ী ২০২২ সালে অস্বাভাবিক ভাবে চিনের জনসংখ্যা কমেছে। গত বছর ১৪১ কোটি থেকে এবছর প্রায় ৮ লক্ষ ৫০ হাজার জনসংখ্যা কমে গিয়েছে। বিপুল পরিমাণে এই জনসংখ্যা ঘাটতি রুখতে তৎপর হয়ে উঠেছেন শি জিনপিং।

About Rhitwika Chowdhury

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *