বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় দীঘায়

নিউজ ডেস্ক: প্রাণের উৎসব দুর্গাপুজোয় মেতেছে বঙ্গবাসী। রাজ্যের প্রতিটি কোণায় কোণায় চলছে আনন্দ-উদযাপন। তার ব্যাতিক্রম নেই দীঘাতেও। পূর্ব মেদিনীপুরের দীঘা ব্যারিস্টার কলোনী স্টাফ রিক্রিয়েশন ক্লাবের চোখ ধাঁধানো আলোকসজ্জা, বাহারি প্যাণ্ডেল নজর কেড়েছে সকলের।

অষ্টমী তিথিতে পূর্ব মেদিনীপুরের দীঘা ব্যারিস্টার কলোনী স্টাফ রিক্রিয়েশন ক্লাবের পুজো মণ্ডপে উপচে পড়েছে ভিড়। বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে মানুষের ঢল নেমেছে মণ্ডপে। হোম, যজ্ঞ, পুজো, পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো, আরতি সহ সমস্ত রীতিতে অংশগ্রহণ করেছেন এলাকাবাসীরা। এছাড়া বাইরে থেকেও প্রচুর দর্শনার্থীরা এসেছেন প্যাণ্ডেল পরিদর্শন করতে।

গত দু’বছর করোনার কারণে তেমন জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজোর আয়োজন করা যায়নি। করোনা বিধিনিষেধের জেরে মন খুলে আনন্দ করতে পারেনি কেউই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের ফিরেছে পুজোর জৌলুস। তার ওপর চলতি বছরে এই পুজো ৪৭ তম বর্ষে পদার্পণ করেছে দীঘা ব্যারিস্টার কলোনী স্টাফ রিক্রিয়েশন ক্লাবের পুজো। তাই এবার পুজো উদ্যোক্তা এবং এলাকাবাসীদের মধ্যে পুজোকে ঘিরে অনন্য উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন: মহাষ্টমীর সকালে ভারতীয় আকাশসীমায় বোমাতঙ্ক, পরিস্থিতির সামাল দিতে নামানো হলো সুখোই জেট