উত্তর থেকে দক্ষিণে নতুন ৫টি মেডিক্যাল কলেজ পাচ্ছে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক:  সোমবার শিশু দিবস। আর ওই দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটি মেডিক্যাল কলেজের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মেডিক্যাল কলেজগুলির ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে একাধিক মন্ত্রী এবং সাংসদ উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।

সাংসদ কাকলি ঘোষদস্তিদার এই বিষয়ে জানান, ১৪ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করবেন। তাই শেষ মুহূর্তের কাজ চলছে। হাসপাতালের আপৎকালীন বিভাগে পৌঁছতে রোগীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে তৈরি করা হচ্ছে গ্রিন করিডর।

সোমবার বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি উলুবেড়িয়া, তমলুক, আরামবাগ, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: বাতিল একাধিক ট্রেন, চরম দুর্ভোগে পড়তে চলেছেন যাত্রীরা

বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মণ্ডল বলেন, ‘বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের অক্লান্ত প্রচেষ্টায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই বারাসত জেলা সদর হাসপাতাল আজ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিণত হল। এর ফলে জেলার মানুষ সহ বারাসতবাসী চিকিৎসায় উন্নত পরিষেবা পাবেন। আগে যে যে চিকিৎসা এখানে করা সম্ভব ছিল না এবার থেকে সেই সব চিকিৎসাও পাওয়া যাবে।’ পঞ্চায়েত ভোটের আগে বারাসতের মেডিক্যাল কলেজের উদ্বোধন হওয়ায় খুশি উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষ।