মঙ্গলবার থেকেই ফের সরকার বিরোধী আন্দোলনে পথে নামবেন, ঘোষণা ইমরানের

নিউজ ডেস্ক : লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের বিছানায় শুয়েই এবার নতুন লড়াইয়ের সুর বেঁধে দিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান। আগামী মঙ্গলবার থেকেই সরকার বিরোধী আন্দোলন কর্মসূচির সূচনা করে, ফের পথে নামবেন বলে জানিয়েছেন গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। একদিকে যখন শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে নতুন করে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে ইমরান খানের দল, তখনই অন্যদিকে শাসকদলের সঙ্গে ‘মধ্যস্থতা’ করার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা হাম্মাদ আজহার লাহোরের শওকত খানম হাসপাতাল থেকে জানিয়েছেন, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আহত হয়েছেন। সেই কারণে সরকার বিরোধী আন্দোলন থেমে থাকবে না। ইমরান খান আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই রাজনৈতিক মঞ্চে ফিরবেন। দলের পক্ষ থেকে ইমরান খানকে ‘হত্যার চেষ্টার’ বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হবে। পাশাপাশি গুলিবিদ্ধ ইমরান খান নিজে জানিয়েছেন, ইসলামাবাদের উদ্দেশ্যে তাঁর লংমার্চ চলাকালীন যেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখান থেকেই মঙ্গলবার থেকে আবার শুরু হবে কর্মসূচি।

আরও পড়ুন : চতুর্থ লাইনের কাজের জেরে শিয়ালদহ-হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বাতিল হল বহু লোকাল ট্রেন, প্রভাব পড়বে দূরপাল্লার ট্রেনেও

হাসপাতাল থেকেই পিটিআইয়ের নতুনভাবে লড়াই শুরু করার পরিকল্পনার মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছান পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি ও ফার্স্ট লেডি বেগম সামিনা। হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র পরিদর্শন করে, প্রায় তিন ঘন্টা ইমরান খানের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সূত্রের খবর, বৈঠকে দেশের ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করার পাশাপাশি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি এবং শাহবাজ শরীফ সরকারের মধ্যে প্রধান কয়েকটি ইস্যুতে ঐকমত্য গড়ে তোলার জন্য ‘মধ্যস্থতা’ করার প্রস্তাব দেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন : ৬ রাজ্যের ৭ টি বিধানসভা উপনির্বাচনে বিরোধীদের চেয়ে এককদম এগিয়ে বিজেপি