Ravish Kumar Official: ২০ দিনে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে দাঁড়ালো ১৬ লাখ, পদত্যাগের পর আরও জনপ্রিয় সাংবাদিক

নিউজ ডেস্ক: ২৬ বছর। ভারতবর্ষের অন্যতম বেসরকারি সংবাদ-প্রতিষ্ঠান এনডিটিভি হস্তান্তর হয় আদানিদের হাতে। এরপরই বুধবার প্রণয় রায় এবং রাধিকা রায় এনডিটিভির প্রোমোটার সংস্থা থেকে ইস্তফা দেন। আর এরপরই এনডিটিভি চ্যানেলের সিনিয়র এক্সিকিউটিভ এডিটর সাংবাদিক রবীশ কুমারও পদত্যাগ করেন। পদত্যাগের পর তিনি ভারতবর্ষের বর্তমান সংবাদমাধ্যম গুলির তীব্র কটাক্ষ করেন এবং ওই সংবাদমাধ্যমগুলির উপর ভারত সরকারের একতরফা প্রভাব নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, এখন তাঁর ঠিকানা নিজের ইউটিউব চ্যানেল। রবীশ কুমার পদত্যাগ করার পর তাঁর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে প্রায় ৬ লক্ষ। এবং তাঁর ইউটিউব চ্যানেলে শেষ ২০ দিনে সাবস্ক্রাইবার বেড়ে দাঁড়ায় ১৬ লাখের বেশি।

তিনি আরও বলেন,” সাহসী মানসিকতা না নিয়ে সাংবাদিকতা করা যায় না। নির্ভীক সাংবাদিকতাই পারে মানুষ বা সমাজের মস্তিষ্ক রুদ্ধ হওয়ার হাত থেকে বাঁচাতে। যেই কারণেই আমাদের মতোন আসল সাংবাদিকদের জোর গলায় বলা উচিত যে, আমরা নির্ভীক! আমাদের ভয় দেখানো এত সহজ নয়। আমি-আপনি, আমরা এমন একটি দেশের নাগরিক যাঁরা ইংরেজদের দেশ থেকে তাড়িয়েছিল। কিন্তু ভারতের সাংবাদিকতায় কোনও দিনই স্বর্ণযুগ ছিল না, তবে বর্তমানে সাংবাদিকতার ভষ্মযুগ শুরু হয়েছে। সাংবাদিকতায় যা সব ভাল রয়েছে তা ইচ্ছা করে শেষ করে দেওয়া হচ্ছে। ভারতে একাধিক নামে বহু চ্যানেল রয়েছে। তবে আখেড়ে সবই গোদি মিডিয়া।”

২৬ বছর ধরে এনডিটিভি এবং তিনি ছিলেন সমার্থক। সেখানে রবীশ কি রিপোর্ট, প্রাইম টাইম, হাম লোগ, দেশ কি বাতের মতো একাধিক জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনা করতেন তিনি। তবে আদানিদের হাতে সেই চ্যানেলের রাশ যেতেই এবার এই বেসরকারি সংবাদমাধ্যম ছাড়লেন ব়্যামন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী সাংবাদিক রবীশ কুমার।