নিউজ ডেস্ক: অনন্তনাগ এনকাউন্টারে আহত কুকুর জুমের লড়াই শেষ হল। শত্রুপক্ষের সঙ্গে লড়াইয়ে জিতলেও, জীবনযুদ্ধে অবশেষে হেরে গেল সে। শ্রীনগর আর্মি ভেটেনারি হাসপাতালে ভর্তি ছিল ‘জুম’। চিকিৎসা চলছিল গত ২ দিন ধরেই। তার শেষের লড়াইটাও ছিল কঠিন। অবশেষে আর সে টিকিয়ে রাখতে পারলোনা তার বেঁচে থাকার লড়াই। বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ মারা গেল ভারতীয় সেনার বিশ্বস্ত কুকুর ‘জুম’।
সোমবার রাতে সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই শুরু হয় কাশ্মীরের তাংপাওয়াস গ্রামে। জঙ্গিদের খোঁজ পেয়ে তাদের ডেরায় ঢোকে সারমেয় ‘জুম’। ঢুকতেই, জঙ্গিদের গুলিতে আহত হয় সে। বুকে গুলি লাগা অবস্থাতেও অভিযানে সামিল ছিল ‘জুম’। ভয়ংকর অবস্থাতেও লড়াইয়ের মাঠ ছেড়ে যাওয়ার মত সৈনিক সে ছিল না।
আরও পড়ুন: সাদা ধোঁয়ায় ঢেকেছে ধাপার আকাশ, চোখ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসী
ভারতীয় সেনা বাহিনীর সবচেয়ে বিশ্বস্ত কুকুর ছিল এই ‘জুম’। এতদিন বহু এনকাউন্টারে সেনাদের সঙ্গী ছিল সে। জার্মান শেফার্ড প্রজাতির প্রশিক্ষণ প্রাপ্ত সারমেয় ‘জুম’। যেসব এলাকায় অভিযান চালিয়েও সেনারা জঙ্গিদের নাগাল পেত না, সেসব জায়গাতেই সেনাদের চাবিকাঠি হত এই ‘জুম’। দ্রুত বেগে ছুটে গিয়ে, যেকোনও প্রান্ত থেকেই হোক, সে সন্ধান দেবেই জঙ্গিদের।
গত সোমবার, অনন্তনাগ এনকাউন্টারের ঘটনাও ছিল একইরকম। সেনারা জঙ্গিদের হদিশ পাচ্ছিল না। শেষে এই ‘জুম’ গন্ধে গন্ধে ঠিক খুঁজে পেয়ে যায় জঙ্গিদের আস্তানা। সেখানে ঢুকতেই গুলিবিদ্ধ হয় সে। তাকে ভর্তি করা হয়েছিল শ্রীনগর আর্মি ভেটেনারি হাসপাতালে। গত দুদিন চলছিল জুমের বেঁচে থাকার লড়াই। তবে সব লড়াইয়ের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পৌনে বারোটা নাগাদ মারা গেল ‘জুম’।
আরও পড়ুন: জোড়া আগুন ক্যানিং, বারুইপুরে! পুড়ে ছাই দোকান, গাড়ি
হাসপাতাল সূত্রে খবর, এমনিতে ‘জুম’ ঠিক ছিল। তবে শেষের অস্ত্রোপচার আর নিতে পারেনি সে। এদিন বেলা সাড়ে এগারোটার পর থেকেই খুব হাঁপাতে থাকে ‘জুম’। ডাক্তাররা অনেক চেষ্টা করেও আর বাঁচিয়ে রাখতে পারলনা তাকে। কিছুক্ষণের মধ্যেই একেবারে নিস্তেজ হয়ে পড়ল সেনাদের সঙ্গী, বিশ্বস্ত জুম। শেষ হল তার লড়াই।
Leave a Reply