নিউজ ডেস্ক: শুক্রবার হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরই শনিবার দেশ জুড়ে লিটার প্রতি দুধের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমূল। তবে এই দুই ক্ষেত্রেই বাদ পড়েছে মোদির গড় গুজরাট। বিরোধীদের অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনে গুজরাট জয়ের উদ্দেশ্যে বিজেপি সরকারকে পরোক্ষভাবে সাহায্য করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দীপাবলির আগে আমূলের দুধের দাম বৃদ্ধিতে গোটা দেশের বাসিন্দারা বড় ধাক্কার সম্মুখীন হলেও, রেহাই পেয়েছে গুজরাট। আমূল দুধ প্রস্তুতকারক সংস্থা ‘গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড’-এর এমডি আরএস সোধি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘ফুল ক্রিম দুধ, গোল্ড ও মোষের দুধের দাম গুজরাট ছাড়া বাকি সব রাজ্যে লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি করছে আমূল।’
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোদির গড় ব্যতীত বাকি রাজ্যের বাসিন্দাদের, আমূলের দুধ কেনার ক্ষেত্রে লিটার প্রতি এবার থেকে আরও ২ টাকা বেশি গুনতে হবে। ফুল ক্রিম দুধের মূল্য লিটার প্রতি ৬১ টাকার পরিবর্তে ৬৩ টাকা হয়েছে। শনিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গেছে। তবে গুজরাটে কেন বাড়ছে না দাম, তা নিয়ে এখনও পর্যন্ত সংস্থার তরফে কোনো কিছু জানানো হয়নি।
চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার বৃদ্ধি করা হলো আমূলের দুধের মূল্য। মার্চ মাসের পর, ১৭ অগস্ট ফের আমূলের পক্ষ থেকে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হয়েছিল। সূত্রের খবর, সামগ্রিক ভাবে দুগ্ধজাত ফ্যাটের মূল্যবৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত। তার ওপর গোদের ওপর বিষফোঁড়া লাম্পি ভাইরাস। এই ভাইরাসের কারণে দেশের পনেরোটি রাজ্যের প্রায় ১ লক্ষ গবাদি পশুর মৃত্যু হয়েছে। ফলে ৪৫ শতাংশ কমে গিয়েছে দুধের উৎপাদন। এই কারণেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
Leave a Reply