ইউ এন লাইভ নিউজ ডেস্ক: আসন সমঝোতার ফর্মুলা নিয়েই প্রথম কোঅর্ডিনেশন কমিটির বৈঠক ডেকেছিল ইন্ডিয়া জোট। বুধবার দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে এই বৈঠক বসে। কিন্তু, সমস্ত অ্যাজেন্ডাকে ছাপিয়ে লাইমলাইটে চলে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি। ইডি সমনের জেরে তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতেই প্রথম জনসমাবেশের ঘোষণা করল ইন্ডিয়া জোট।
বৈঠক শেষে এদিন শরদ পাওয়ারের বাসভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। সকলের পক্ষ থেকে কংগ্রেসের প্রতিনিধি কে সি বেণুগোপাল বক্তব্য রাখেন। শুরুতেই তাঁর মুখে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েপ নাম।
কে সি বেণুগোপাল বলেন, ‘আমরা সকলেই জানি ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারলেন না। তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে। এটা সম্পূর্ণ BJP-র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর অনুপস্থিতিতে তাঁর আসন খালি রেখেই আমরা বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি।’