আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা,থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও

নিউজ ডেস্ক: কখনো কড়া রোদ, কখনো আবার ঘন কালো মেঘ। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ সকাল থেকেই গুমোট । বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দেওয়া হয়েছে আগেই ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দার্জিলিং সহ কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে বুধবার শুধু পূর্ব মেদিনীপুরে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত ২-৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৫° সেলসিয়াস

আরো পড়ুন : স্মৃতি – হারমানপ্রীতদের দাপটে সিরিজে ১-০ তে এগিয়ে গেল