FIFA World Cup 2022: সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ব্রাজিল কিভাবে? জেনে রাখুন

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল শুরু হতেই আলোচনার প্রসঙ্গে চলে এল শেষ চারে কোন চার দল? ষোলোর লড়াই শুরু হতেই এরপর আটের লড়াই আসবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল। তারপর সেই চার দলের লড়াই , যারা ট্রফি জয় থেকে দুই ম্যাচ দূরে থাকবে। সেই অঙ্কে দেখা যাচ্ছে, সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল – আর্জেন্টিনা। কিভাবে? আসুন সেটার গতিপথ কেমন – সেটা দেখে নেওয়া যাক।

প্রি-কোয়ার্টার ফাইনালে খেলছে ১৬ দল। ৮ দল জিতবে, বাকি ৮ দল বিদায় নেবে। জয়ীদের মধ্যে থেকে এরপর চারের লড়াই। সেমিফাইনালে ঢোকার লড়াই।

এই সমীকরণ এবার যাচাই করা যাক। ক্রীড়াসূচী অনুযায়ী, মাত্র দুই ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপের সেমিফাইনালে সামনা সামনি চলে আসবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। তবে একটা ঘটনা নিশ্চিত যে, এই বিশ্বকাপে দু’দলের ফাইনালে আর মুখোমুখি হওয়ার সুযোগই নেই। কাজেই অনেক ফুটবলবোদ্ধাদের ভবিষ্যদ্বাণীই এখন বেকার হয়ে গেছে।

প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জিতেছে (২-১)। এবং এবার মেসিদের কোয়ার্টার ফাইনালে দেখা হবে নেদারল্যান্ডসের সঙ্গে। কমলা জার্সি টপকে গেছে মার্কিন বাধা (৩-১)। তুলনামূলক সহজ প্রতিপক্ষ। অর্থাৎ দ্বিতীয় পর্বের অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারালেই মেসিরা চলে যাবে সেমিফাইনালে।

আর আগামী ৫ ডিসেম্বর , সোমবার এবারের অঘটনের অন্যতম লড়াকু দল-দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বেশ কঠিন ম্যাচ ব্রাজিলের জন্য। দ্বিতীয় পর্বের এই ম্যাচটি যদি ব্রাজিল জিতে যায়, তাহলে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে জাপান কিংবা ক্রোয়েশিয়ার। আর যদি ব্রাজিল এই বাধা টপকে জয় পায়, তবে উঠে যাবে শেষ চারের লড়াইয়ে। আর সেখানেই দেখা হবে মেসির আর্জেন্টিনার বিপক্ষে। সেমিতে লাতিন আমেরিকার ফুটবলের লড়াই দেখা যাবে। আর এটা হলে , এবার বিশ্বকাপ ফাইনালে লাতিন আমেরিকা বনাম ইউরোপের ফুটবল ঘরানার লড়াই হতে যাচ্ছে।

ফুটবল বিশ্বকে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই দেখতে হলে দুটি জয় পেতে হবে নেইমার আর মেসিদের। তবে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলতে কোন কোন তারকাদের দেখা যাবে তা সময় বলবে।

ছবি: সৌ টুইটার।