“এমন ঘটনা ঘটেই থাকে”, আদিবাসী তরুণী ধর্ষণ ও খুনের ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রী হেমন্তের

নিউজ ডেস্ক- গত বৃহস্পতিবার, দুমকায় চোদ্দ বছরের আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে, গাছে ঝুলিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, রবিবার মুখ্যমন্ত্রীর এক বিবৃতি, কার্যত বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। হেমন্ত সোরেন বলেন, এমন ঘটনাতো ঘটেই।

উত্তরপ্রদেশে হাথরাস কাণ্ড হওয়ার পরেই মুখ পুড়েছিল বিজেপি শাসিত সরকারের। গোটা দেশ সরগরম করে তোলে বিরোধীরা। সেখানে আগুনে ঘি ঢেলেছিল, জেলাশাসকের কর্মকাণ্ড এবং মেয়েটির পরিবারের কাছে রাখা বক্তব্য। প্রায় একই ঘটনার সাক্ষী হয়েছে, ঝাড়খণ্ডের দুমকায়। এক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, মুখ্যমন্ত্রীর বয়ানে হাতিয়ার পেয়েছে বিজেপি।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, এই ঘটনায় অভিযোগ দায়েরের মতো আইনি পদক্ষেপ ছোট ব্যাপার। ঝাড়খণ্ডে মহিলাদের উপর অপরাধ ক্রমে বাড়ছে। এর বিরুদ্ধে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

সূত্রের খবর, মৃতা কিশোরী তার কাকিমার সঙ্গে দুমকায় থাকতেন। সেখানেই পড়শি এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে ওঠায় বিয়ের জন্য চাপ দিতে থাকে। অন্যদিকে ছেলেটি বিয়ে করার প্রস্তাব ফিরিয়ে দেয়। এ নিয়ে দুজনের মধ্যে বচসা বাঁধে। এর পরেই ওই যুবক কিশোরীকে ধর্ষণ ও খুন করে গাছে ঝুলিয়ে দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, তফশিলি জাতি ও জনজাতি আইনের ধারাও যুক্ত করা হয়েছে।