ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: এভাবেও ফিরে আসা যায়! সত্যি ঐতিহাসিক কামব্যাক করে দেখালেন অজি তারকা ক্রিকেটার ট্রাভিস হেড। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন হেড। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও তাঁকে একাদশে রাখা হয়নি। দলের এই সিদ্ধান্তে একপ্রকার ভেঙে পড়েছিলেন তিনি। সেদিন সুযোগ পাননি। এ বার পেয়েছেন। তাই WTC ফাইনালে ওভালে খেলার সুযোগ পেয়ে তা রীতিমতো কাজে লাগালেন হেড। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন হেড। ভারতীয় বোলারদের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বড় অস্বস্তি হয়ে দাঁড়িয়েছেন তিনি।
ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালের প্রথম দিন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের ব্যাটার ট্র্যাভিস হেড সেঞ্চুরি করেছেন। প্রথম দিনের শেষে তিনি ১৪৬ রানে অপরাজিত। ১৫৬ বলের মুখোমুখি হয়েছেন তিনি। প্রথম দিন ৯৩.৫৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তাঁর ব্যাটে প্রথম দিনে এসেছে ২২টি চার এবং ১টি ছক্কা।
মহম্মদ সামি, মহম্মদ সিরাজ থেকে শুরু করে শার্দুল ঠাকুর, উমেশ যাদব সবাইকেই সমান চাপে ফেলেছেন হেড। ফাইনালে ভারতের তারকা বোলার মহম্মদ সামি ও মহম্মদ সিরাজের কাছ থেকে ভারতীয় শিবিরের অনেক প্রত্যাশা ছিল। আইপিএলে দু’জনেই ভালো ছন্দে ছিলেন। এমনকি আইপিএল ২০২৩ এর আইপিএলে পার্পল ক্যাপ অর্থাৎ সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন সামি। WTC ফাইনালে শুরুটা দুর্দান্ত করেছিলেন সিরাজ। তিনি তুলে নেন উসমান খোয়াজার উইকেট। কিন্তু ট্রাভিস হেড পিচে এলে সিরাজ-সামির কব্জির ম্যাজিক যেন একপ্রকার উধাও হয়ে যায়। দুই বোলারের বিরুদ্ধেই হেড অনায়াসে রান তুলে চলেছেন।