স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা – রাহুল দ্রাবিড়রা যেদিন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল নিয়ে অস্ট্রেলিয়া রওনা হলেন, সেদিনই ঘরের মাঠে ৫০ ওভারের ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচটি হেরে বসলো ভারতীয় দল। ৯ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানতে হল – শেখর ধাওয়ানের টিম ইন্ডিয়াকে। সিরিজে ০-১ ম্যাচে পিছিয়ে রইলো দল।
ম্যাচের শেষে দক্ষিণ আফ্রিকার দলনেতা তেম্বা বাভুমাকে এই জয় সম্পর্কে বলতে শোনা গেল: ” সঞ্জু স্যামসন ( অপরাজিত ৮৬ রান) যখন ব্যাট করছিল, তখন আমাদের বোলাররা মাঝপর্বে ছন্দ খুইয়ে বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপটা ধরে রাখতে পারায়, ম্যাচটি জিতে গেছি।”
এই সিরিজে ভারতীয় দলের নেতা শিখর ধাওয়ান মেনেই নিয়েছেন, শেষদিকে খারাপ ফিল্ডিং করায় অনেক রান গলে গেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তাঁর দল তাই ম্যাচটি হেরে সিরিজ শুরু করেছে।
বৃষ্টি ঝামেলা করায়, ৫০ ওভারের ম্যাচটি কমে ৪০ ওভারের হয়ে যায়। শুরুতে দক্ষিণ আফ্রিকার ইনিংস চাপে পড়েছিল ২২.৪ ওভারে ১১০ রানে টপ অর্ডারের ৪ ব্যাটার আউট হয়ে যাওয়ায়। কিন্তু ডেভিড মিলার আর হেনরিচ মিলে সেই রান নিয়ে যান ৪ উইকেটে ২৪৯ রানে। ভারতীয় বোলাররা শেষ ৫ ওভারে ৫৪ রান দিয়ে বসেন। ভারতীয় ফিল্ডিং মোটেই ভালো হয়নি। আউট ফিল্ডে, ৪ টি ক্যাচ ফেলেন ফিল্ডাররা।
নেতা ধাওয়ানকে বলতে শোনা গেছে, ” আমার মনে হয় ৪০ ওভারের ম্যাচে ২৫০ রান অনেক রান। যে পিচে সুইং হচ্ছিল, সেখানে ফিল্ডিং আমাদের এক্কেবারেই ভালো হয় নি। অনেক বাড়তি রান দিয়ে ফেলেছি। তবুও বলবো, এটা আমাদের এক ভালো অভিজ্ঞতা দিয়েছে।”
দক্ষিণ আফ্রিকার দলনেতা তেম্বা বাভুমা বলেছেন, ” বোলাররা মাঝপর্বে ছন্দ হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে দিয়েছে, এটাই তৃপ্তির। প্রথম ১৫ ওভার আমরা ভালোই বল করে গেছি। মিলার আর হেনরিচ পজিটিভ ক্রিকেট খেলে আমাদের জন্য ভালো স্কোর এনে দিয়েছিল।” মিলার আর হেনরিচ পঞ্চম উইকেটে
১৩৯ রান যোগ করেন। আর হেনরিচ ম্যাচের সেরা হন ৬৫ বলে অপরাজিত ৭৪ রান করে।
হেনরিচকে যখন প্রশ্ন করা হয়, ব্যাট করার উপযুক্ত পরিবেশ ছিল কিনা – তিনি বলেন : “মোটেই কাজটি সহজ ছিল না। বল অনেকটা করে সুইং করছিল। আর আমি যখন উইকেটে যাই – তখন স্পিন করা শুরু করেছে। কিন্তু প্র্যাকটিসে এইসব ইস্যু নিয়ে প্রচুর ঘাম ঝরিয়ে খেলতে নেমেছি। আমার নিজের ভারতের বিপক্ষে খেলার রেকর্ড ভালো। পরের ম্যাচ গুলোতেও তা ধরে রাখতে চাই। “
এই সিরিজের দ্বিতীয় ম্যাচ রাঁচিতে আগামী রবিবার।
Leave a Reply