Arvind Kejriwal : ফের ইন্ডিয়া জোটে বড় ধাক্কা! পঞ্জাব-চণ্ডীগঢ়ে একাই লড়ার ঘোষণা কেজরিওয়ালের

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করলেন অরবিন্দ কেজরিওয়াল। ইন্ডিয়া জোটের সঙ্গে আসন ভাগাভাগি করে নয় বরং একলা চলার নীতি ঘোষণা করলেন আম আদমি সুপ্রিমো। শনিবার তিনি স্পষ্টভাবে জানালেন পঞ্জাব এবং চণ্ডীগড়ে লোকসভা নির্বাচনে একলা লড়বে আপ। ইন্ডিয়া জোটের সঙ্গে কোনও আসন ভাগাভাগি হবে না।

শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো জানান, পঞ্জাবে ইন্ডিয়ার জোটের সঙ্গে কোনও আসন ভাগাভাগি করা হবে না। একাই লড়বে শাসক দল আম আদমি পার্টি। একইভাবে চণ্ডীগঢ়েও একাই লড়বে আপ। লোকসভা ভোটের মুখেই আম আদমি পার্টির এই ঘোষণায় কার্যতই বড় ধাক্কা খেল ইন্ডিয়া জোট।

পঞ্জাবে ঘর ঘর রেশন প্রকল্পের উদ্বোধন করতে গিয়েই লোকসভা নির্বাচনে একা লড়াই করার কথা জানান কেজরিওয়াল। এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, “পঞ্জাবের ১৩টি আসনেই একা লড়বে আম আদমি পার্টি। চণ্ডীগঢ়েও একটি আসনে প্রার্থী দেবে আপ।”

এর আগেই ইন্ডিয়া জোটে বড় ধাক্কা দিয়ে একলা চলো নীতি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলায় কোনও জোট নয় ৪২টি আসনেই একলা লড়বে তৃণমূল। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে নারাজ তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয় রাহুল গান্ধীর বঙ্গ সফরে তাঁর নাম না করেও সমালোচনা করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর দাবি, কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল তবে সিপিএমের জন্যই যাবতীয় সমস্যা হয়েছে।

এদিকে, বামফ্রন্টও বাংলায় তৃণমূলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। লোকসভায় হাত শিবির ৪০টি আসন পাবে না বলেই মনে করছেন তিনি। এমনকী, লোকসভায় উত্তর প্রদেশ থেকে BJP-কে হারানোর চ্যালেঞ্জ রেখেছেন কংগ্রেসের সামনে। ফলে বাংলায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ যে খুব ভালো নয়, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে।