India vs Pakistan, World Cup: বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ হতে পারে ইডেনও

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যেই মঙ্গলবার ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। আজ থেকে প্রায় ৩ মাস পর দেশের মাঠেই শুরু হবে ওডিআই বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপে ইডেন গার্ডেন্সের প্রাপ্তি অনেক। মোট পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন। তার মধ্যে রয়েছে মেগা সেমিফাইনাল ম্যাচ। এছাড়াও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে রয়েছে পাকিস্তান বনাম বাংলাদেশ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বনাম পাকিস্তান। এদিকে লিগ পর্বে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ না পেলেও ভাগ্যে থাকলে তিলোত্তমাতেও অনুষ্ঠিত হতে পারে ইন্দো-পাক ম্যাচ। কয়েকটি অঙ্ক মিললে নিজের শহরে বসেই ভারত-পাকিস্তান হাড্ডাহাড্ডি লড়াই চাক্ষুষ করতে পারবেন এ রাজ্যের ক্রিকেটপ্রেমীরা।

বিশ্বকাপের সেমিফাইনালে যদি ভারত যোগ্যতা অর্জন করে, ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অন্যদিকে, পাকিস্তান সেমিতে প্রবেশ করলে ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু যদি সেমিফাইনাল ম্যাচ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে? ভেনু কী হবে? এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, যদি ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ হলে ইডেন গার্ডেন্সেই খেলা হবে। এর কারণ হল নিরাপত্তা। পাকিস্তানের বরাবরই পছন্দের ভেনু কলকাতা। এ বারের বিশ্বকাপে কলকাতায় জোড়া ম্যাচ খেলবেন বাবর আজমরা। এছাড়া ভারত-পাক সেমিফাইনাল হলে নিরাপত্তার কারণেই ম্যাচটি ইডেনে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।

About Saswata Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *