ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ধরাশায়ী অজিবাহিনী। দ্বিতীয় ইনিংসে অজিদের ৯১ রানে মুড়িয়ে দিয়ে ইনিংস ও ১৩২ রানে জয় তুলে নিল রোহিত শর্মার দল। এ দিন বল হাতে ম্যাজিক দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৫টি উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে সেই একই কাজ করে দেখালেন অশ্বিন।
শুক্রবার ৭ উইকেটে ৩২১ রান নিয়ে শেষ করেছে ভারত। তারা তখনই এগিয়ে ছিল ১৪৪ রানে। দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেওয়া রোহিত ২ ছয় ও ১৫ চারে ১২০ রানের দারুণ ইনিংস খেলেন। ভারতের অধিনায়ক হিসেবে এটি তার প্রথম টেস্ট সেঞ্চুরি। আবার পাশাপাশি, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম। চোট কাটিয়ে প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়েও উজ্জ্বল জাদেজা। প্রথম দিন ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়া এই অলরাউন্ডার অপরাজিত ছিলেন ৬৬ রান করে। এ দিন আর চার রান করে ৭০ করে আউট হন তিনি। তার সঙ্গে অষ্টম উইকেটে বড় জুটি গড়া অক্ষর প্যাটেলের ব্যাট থেকে ৮২ রানের দুর্দান্ত ইনিংস দেখা যায়। সব মিলিয়ে প্রথম ইনিংসে ভারত ৪০০ রান করে।
অস্ট্রেলিয়ার টসে জিতে ব্য়াটিং নেওয়ার পিছনে কারণ ছিল, ভারতকে চতুর্থ ইনিংসে কঠিন পরিস্থিতিতে ফেলা। কিন্তু সেই সুযোগই দিলেন না অশ্বিনরা। ২২৩ রানের লিড ছিল ভারতের কাছে। এটুকু রান নিয়েও অস্ট্রেলিয়াকে ইনিংসে হারানো যায়, দেখিয়ে দিল ভারত। বোলিং ওপেন করেন সামি ও অশ্বিন। নিজের প্রথম ওভারেই উসমান খোয়াজাকে ফেরান অশ্বিন। ভারতের মাটিতে টেস্ট অভিষেক হতাশার হল খোয়াজার। এর আগে ২০১৩ ও ২০১৭ সালে ভারত সফরে এলেও টেস্ট খেলার সুযোগ হয়নি উসমান খোয়াজার। নাগপুরে দু ইনিংসে তাঁর অবদান যথাক্রমে ১, ৫।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস স্থায়ী হল মাত্র ৩২.৩ ওভার। ৯১ রানেই অলআউট। রবিচন্দ্রন অশ্বিন ৫ উইকেট নেন। জাডেজা নেন ২ উইকেট। অক্ষর প্য়াটেলের ঝুলিতে ১ উইকেট। শেষ স্পেলে নাথান লিয়ঁ ও স্কট বোল্যান্ডকে ফিরিয়ে ইনিংস ইতি করেন মহম্মদ সামি। অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বাধিক রান স্টিভ স্মিথের। ২৫ রানে অপরাজিত থাকেন প্রাক্তন অজি অধিনায়ক।
Leave a Reply