স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে এখন পাকিস্তান ম্যাচ অতীত। যদিও বিশ্বকাপের ভারতীয় ফ্যানরা এখনও সেই জয় নিয়েই বুঁদ। আর রোহিত – রাহুলরা মেলবোর্নের সাফল্য রেখে এসে হাজির সিডনিতে। বৃহস্পতিবার এই মাঠে ভারতের গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই দল আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে পয়েন্ট ঘরে তুলে নিয়েছে। নাহ্, প্রোটিয়াদের হারায়নি। দুই দলই হেরে ইন্দ্র – পবন দেবতাদের কাছে। বৃষ্টিতে ম্যাচ বানচাল হয়ে গেছে। বুধবার তো আরও বিশ্রী কান্ড ঘটে গেল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ড হারিয়ে দিল ইংল্যান্ডকে! বৃষ্টিতে ম্যাচ না হওয়ায় পয়েন্ট ভাগ করে নিতে হল, নিউজিল্যান্ড – আফগানিস্তানকে।
পাকিস্তান ম্যাচ জেতার পর কিন্তু ভারতীয় শিবিরে বেজায় ক্ষোভ। মাঠের বাইরের এক কারনে। মঙ্গলবার ছিল অপশনাল প্র্যাকটিস। আর সেখানেই এবারের বিশ্বকাপে চরম অবিচারের শিকার ভারত!
বলা যায় মাঠের বাইরে সময়টা মোটেই ভাল কাটছে না রোহিতদের। ঠান্ডা স্যান্ডউইচ খেতে নাকি বাধ্য করা হচ্ছে তারকা ক্রিকেটারদের। এই নিয়ে শোনা গেছে, ভারত সরাসরি অভিযোগ জানিয়েছে আইসিসিকে। সংবাদমাধ্যমে প্রচার এমনটাই। ক্রিকেটাররা সরাসরি ঠান্ডা খাবার খেতে অস্বীকার করে । শেষমেশ অনলাইনে খাবার অর্ডার করে পরিস্থিতি সামাল দেয় ম্যানেজমেন্ট।
মঙ্গলবার ভারতের সেই অপশনাল ট্রেনিংয়ে ছিলেন অনেকেই । রোহিত শর্মা, দীনেশ কার্তিক, বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, দীপক হুডা সাপোর্ট স্টাফদের নিয়ে অনুশীলন করেন। তবে বিশ্রাম দেওয়া হয় হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি এবং আর্শদীপ সিংদের।
সেই প্র্যাকটিস পর্বের শেষে ভারতীয় ক্রিকেটাররা টের পান তাঁদের নাকি খেতে হবে ঠান্ডা স্যান্ডউইচ। এতেই বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্রিকেটাররা। বোর্ডের এক প্রতিনিধি বলেছেন “বিসিসিআইয়ের তরফে আইসিসিকে জানানো হয়েছে যে খাবার ক্রিকেটারদের জন্য দেয়া হয়েছে, তা মোটেই উপযুক্ত নয়। বোর্ডের কড়া ভাষায় আইসিসিকে কাছে জানতে চেয়েছে , তিন ঘন্টা প্র্যাকটিসের পর কী করে প্লেয়াররা ঠান্ডা স্যান্ডউইচ খাবেন?”
“এমনকি স্যান্ডউইচ তৈরি করা ছিল না। ক্রিকেটারদের নিজের হাতে বানিয়ে নিতে হবে। এরকম সব পদ্ধতি মেনে নেওয়া যায় না। প্ৰথমে এই সমস্যা মেলবোর্নে ছিল, তারপর সিডনিতেও নাকি সেই একই অবস্থা। আইসিসি পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তবে টিম ম্যানেজমেন্টের সাফ কথা: গরম খাবার তো চাই-ই চাই।”
এরসঙ্গে আবার যোগ হল, ম্যাচের আগেরদিন নেট প্র্যাকটিসের ইস্যু। টিমের লোকাল কো-অর্ডিনেটর জানান , তারজন্য দলকে ৪৫ কিলোমিটার রাস্তা যেতে হবে। এটা শোনার পর টিম ইন্ডিয়া ম্যাচের আগের দিনের প্র্যাকটিসই বাতিল করে দেয়।
অনলাইন প্রেস কনফারেন্সে টিম ইন্ডিয়ার বোলিং কোচ পরশ মামরে বলেছেন, সেরা শক্তি নিয়ে খেলবে দল। কাউকে বিশ্রাম দেওয়ার ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। সিডনির উইকেট স্পিনারদের সাহায্য করে। নেতা রোহিতের মাথায় তাই ঘুরছে , এই লেগ স্পিনারকে খেলানোর কথা।
ভারত বৃহস্পতিবার চলতি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে সিডনিতে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২ টা থেকে ম্যাচ শুরু। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। যারা সুপার-১২ পর্বে প্রথম ম্যাচেই ৯ রানে হেরে বসেছে বাংলাদেশের বিরুদ্ধে। ওপার বাংলার তাসকিন আহমেদ দারুণ বোলিং করেছিলেন ডাচদের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ড একমাত্র যে ম্যাচটি এবার খেলেছে, মিচেল সান্টার (৩/৩১) আর ঈশ সোধি (১/২৯) স্পিনে বেঁধে ফেলে অস্ট্রেলিয়াকে মাত্র ১১১ রানে।
Leave a Reply