india

India Cricket: ভারত এখন বিশ্বের এক নম্বর দল, বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান

ইউ এন লাইভ নিউজ: টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিপর্যয় সত্বেও ওয়ানডে ক্রিকেটে ভারত এখনও বিশ্বের এক নম্বর দল। তৃতীয় স্থানে পাকিস্তান আর বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান। সম্প্রতি বাংলাদেশকে সীমিত ওভারের সিরিজে হারিয়ে বিশ্ব ক্রমতালিকায় বাংলাদেশকে টপকে আট নম্বর স্থানে উঠে এসেছে আফগানিস্তান। নিচে এক ঝলকে দেখে নেওয়া যাক আইসিসি প্রকাশিত বিশ্ব ক্রিকেট ক্রমতালিকা…

১) ভারত: ৫২৯৮ পয়েন্ট(৪৫ম্যাচ) ১১৮ রেটিং
২) অস্ট্রেলিয়া: ৪৭৩১ পয়েন্ট(৪২ ম্যাচ) ১১৩ রেটিং
৩) পাকিস্তান: ৩১৫৫ পয়েন্ট( ২৯ম্যাচ) ১০৯ রেটিং
৪) দক্ষিণ আফ্রিকা: ৩৮০৮ পয়েন্ট(৩৬ ম্যাচ) ১০৬ রেটিং
৫)নিউজিল্যান্ড: ৩৩৪৯ পয়েন্ট( ৩৩ পয়েন্ট) ১০১ রেটিং
৬) শ্রীলঙ্কা: ৫০৮০ পয়েন্ট(৫৩ম্যাচ) ৯৬ রেটিং
৭) ইংল্যান্ড: ৩৩৬৪ পয়েন্ট( ৩৬ ম্যাচ) ৯৩ রেটিং
৮) আফগানিস্তান: ৩১৬২ পয়েন্ট( ৩৭ ম্যাচ) ৮৫ রেটিং
৯) বাংলাদেশ: ৩৬৫৬ পয়েন্ট( ৪৩ ম্যাচ) ৮৫ রেটিং
১০) ওয়েস্ট ইন্ডিজ: ২৭৮৪ পয়েন্ট(৩৮ ম্যাচ) ৭৩ রেটিং

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল একসময়ের বিশ্ব ত্রাস ওয়েস্ট ইন্ডিজের স্থান এখন ক্রিকেট দুনিয়ায় একেবারে তলানিতে। যে লয়েডের ওয়েস্ট ইন্ডিজের নাম শুনলে থরহরি কম্প উঠতো বাইশ গজে, সেই দলের অস্তিত্ব এখন সংকটে ধুঁকছে। হয়ত এটাই কালের নিয়ম….হয়ত পৃথিবীটাই মিউজিকাল চেয়ার। হয়ত সবই অস্থায়ী…হয়ত কোথাও কোনও চিরস্থায়ী বন্দোবস্ত নেই।