দিল্লিতে সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা-অভিষেক

ডেস্ক : বৃহস্পতিবার বিকেলেই দিল্লি পৌছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গেছেন অভিষেক। শুক্রবার নীতি আয়োগের বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও দেখা করার কথা রয়েছে মমতার।

এর আগে বৃহস্পতিবার দিল্লিতে দলের সংসদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে এখন বাদল অধিবেশন চলছে।

ইতিমধ্যেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, টাকার দামের পতন, জিএসটি-সহ একাধিক ইস্যুতে সংসদের ভেতর ও বাইরে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলগুলি। প্রতিবাদ করার জন্য ১৯ জন সাংসদ সাসপেন্ডও হয়েছেন। গান্ধী মূর্তির পাদদেশে এক যোগে প্রতিবাদ করতে দেখা গেছে বিরোধী দলের সাংসদদের।

তাই এই আবহে দলের সাংসদদের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ। আগামী দিনে রণকৌশল কি হবে তার দিকে নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *