নিউজ ডেস্ক: ৭২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে চলছে প্রধানমন্ত্রীর জন্মদিনের সেই উদযাপন পর্ব। শনিবার মোদি সরকারের ৮ বছর পূর্ণ হল। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের নানান রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে দেশজুড়ে। তবে জন্মদিন যাঁর, তিনি থাকবেন সারাদিন নানা কাজে ব্যস্ত। তাঁর জন্মদিনে নামিবিয়া থেকে এসেছে আটটি চিতা। ওই চিতাগুলিকে গোয়ালিয়রের কুনো অভয়ারণ্যে রাখা হয়েছে। পাশাপাশি বিশ্বকর্মা পুজো উপলক্ষে আইটিআই পড়ুয়াদের জন্য আয়োজিত একটি সম্মেলনেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যাবেলায় জাতীয় লজিস্টিক নীতির ঘোষণা করবেন তিনি। এছাড়া বিজেপির তরফেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবারই মধ্যরাতে উজবেকিস্তান থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি টুইট করেন,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনে হার্দিক শুভেচ্ছা জানাই। আপনি অতুলনীয় পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা আর সৃজনশীলতার সঙ্গে রাষ্ট্রনির্মাণের অভিযান চালাচ্ছেন। দেশ আপনার নেতৃত্বে এগিয়ে চলেছে। আমি কামনা করি, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য দিন। আপনি দীর্ঘায়ু হোন।”
১৭ই সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে দেশজুড়ে। হায়দারাবাদ সফরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘হায়দরাবাদ লিবারেশন ডে’ উপলক্ষ্যে তিনি সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে যাবেন। তিনিও টুইট করে বলেছেন,” দেশের সবচেয়ে প্রিয় নেতা তথা আমাদের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিবসে শুভকামনা। ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দিন। মোদিজি ‘আমার ভারত প্রথম’ এই চিন্তা করেন, গরিবদের কল্যাণের সংকল্পের জন্য অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন ৷”
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও মোদিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, তিনি লিখেছেন, ” আজ প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিবসে সারা দেশে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মানবতার সেবা এবং রক্ষায় রক্তদান খুবই গুরুত্বপূর্ণ। আজ রক্তদান অমৃত মহোৎসব শুরু হচ্ছে। “
বাদ নেই বঙ্গ বিজেপি নেতারাও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন,”প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ প্রতিনিয়ত উন্নয়নের নতুন নতুন শিখর স্পর্শ করছে । মোদিজি নিজের জীবন দেশ এবং দেশের মানুষের সেবায় উৎসর্গ করেছেন।”
আরও পড়ুন: এবার শাড়িতে সাজবে পুরুষ, আসছে পরিবর্তনের নতুন ধারা
আজ থেকে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত, অর্থাৎ প্রায় দু’সপ্তাহ ধরে সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর একাধিক পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বিজেপি। এই সময়ে জনহিতকারী বিভিন্ন কাজ— যেমন, রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, টিকাকরণ শিবির ছাড়াও প্রত্যেক নেতাকে একজন করে যক্ষা ও কুষ্ঠ রোগীর দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী। প্রথমে পটেল, তারপর গান্ধীর প্রকৃত উত্তরসূরি হিসাবে নিজের দাবি প্রতিষ্ঠার পরে গত সপ্তাহে নেতাজির আদর্শ মেনে পথ চলার কথা জানিয়েছিলেন মোদি।
Leave a Reply