ভারতীয় ডাক বিভাগ: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক: ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। গ্রুপ-C এবং গ্রুপ-D পদে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। চিফ পোস্টমাস্টার জেনারেলের অফিসে নিয়োগ করানো হবে।

শূন্যপদ : ১৮৮ টি

পদের নাম : •মাল্টি টাস্কিং স্টাফ
•পোস্টাল অ্যাসিস্ট্যান্ট
•পোস্টম্যান/মেল গার্ড

শূন্যপদ : •মাল্টি টাস্কিং স্টাফ – ৬১ টি
•পোস্টাল অ্যাসিস্ট্যান্ট – ৭১ টি
•পোস্টম্যান/মেল গার্ড – ৫৬ টি

শিক্ষাগত যোগ্যতা : মাল্টি টাস্কিং স্টাফ – •মাধ্যমিক পাশ •বেসিক কম্পিউটার ট্রেনিং •স্পোর্টস কোটা

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট – •উচ্চমাধ্যমিক পাশ •বেসিক কম্পিউটার ট্রেনিং •স্পোর্টস কোটা

পোস্টম্যান/মেল গার্ড – •উচ্চমাধ্যমিক পাশ •বেসিক কম্পিউটার ট্রেনিং •স্পোর্টস কোটা

বেতন : •মাল্টি টাস্কিং স্টাফ – ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা

•পোস্টাল অ্যাসিস্ট্যান্ট – ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা

•পোস্টম্যান/মেল গার্ড – ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা

বয়স : প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।

আবেদনের পদ্ধতি : https://dopsportsrecruitment.in/registration_pan.aspx ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। নিজের নাম রেজিস্ট্রেশন করে, সঠিকভাবে প্রয়োজনীয় ডকুমেন্টসহ ফর্ম ফিলাপ করতে হবে। মাধ্যমিক/ উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, বসবাসের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট ফটোসহ প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদনের শেষ দিন : ২২ নভেম্বর, ২০২২

চাকরির বিষয়ে বিস্তারিত জানতে https://dopsportsrecruitment.in/registration_pan.aspx এই ওয়েবসাইটে ভিজিট করুন।