India vs Australia

India vs Australia 4th Test: দ্বিতীয় দিনের শেষে এগিয়ে অস্ট্রেলিয়া, চাপের মুখে মরিয়া ভারত

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ইতিমধ্যেই শুরু হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কারণ এই ম্যাচের উপরেই নির্ভর করে আছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। এই ম্যাচে প্রথম থেকেই ভারতকে চাপ রাখবে অস্ট্রেলিয়া তা অনুমান করে গিয়েছিল। প্রত্যাশামতোই বড় রানের ইনিংস গড়ল অস্ট্রেলিয়া। সৌজন্যে উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন।

কিন্তু প্রথম দিন থেকেই চাপে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার ব্যাটাররা খুব সহজেই রান পেতে থাকেন। প্রথম দিন খাওয়াজার শতরানের পর দ্বিতীয় দিনে শতরান করলেন ক্যামেরুন গ্রিন।

এই দুই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসে নাজেহাল অবস্থা হয় ভারতের। গ্রিনের ইনিংস শেষ হয় ১১৪ রানে। খাওয়াজা আউট হন ১৮০ রানে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৮০ রানে।

ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন নিয়েছেন ৬ উইকেট। মহম্মদ শামি পেয়েছেন ২টি উইকেট এছাড়াও অক্ষর ও জাডেজা ১ টি করে উইকেট পান।

৪৮০ রানের বড় ইনিংস তারা করতে নেমে ভারতের বর্তমান স্কোর ৪ ওভারে ১৮/০ ব্যাট করছেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিল।