India vs Australia

India vs Australia: ধর্মশালা থেকে সরানো হল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট! কিন্তু কোথায়? জানুন

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: এবার সরিয়ে দেওয়া হল ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের ভেনু। রবিবার, ১২ ফেব্রুয়ারি সে কথার উল্লেখ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু কোন মাঠে খেলা হবে সে কথা জানায়নি বিসিসিআই। তবে, সোমবারই ধর্মশালার বদলে মধ্যপ্রদেশের ইন্দোর হোলকার স্টেডিয়ামে হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।

বিসিসিআই টুইট করে জানিয়েছে, “বর্ডার গাওস্কর ট্রফির ভারত ও অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরিয়ে রাখা হয়েছে ইন্দোরে।” শুধু তাই নয়, হোলকার স্টেডিয়ামের একটি ছবিও দিয়েছে বিসিসিআই। অর্থাৎ, হিমাচল প্রদেশের বদলে তৃতীয় টেস্ট হবে মধ্যপ্রদেশে।

যদিও, ধর্মশালা পৃথিবীর অন্যতম বিখ্যাত ক্রিকেট গ্রাউন্ড। বিশ্বের বহু পেসার খেলতে পছন্দ করেন। কিন্তু এ বার তা হচ্ছে না। আসলে, গোটা মাঠটাই নতুন করে সাজানো হয়েছে। পিচ থেকে আউটফিল্ড, বদলে ফেলা হয়েছে সব কিছুই। গত বছরের বর্ষাকালের পর সাজানোর কাজ শুরু হয়েছে। তা নির্ধারিত সময়ে শেষ করা যায়নি বলেই ধর্মশালা থেকে টেস্ট সরানো হয়েছে।

এমনকি, রঞ্জিট্রফিতেও হিমাচলের কোনও ম্যাচ রাখা হয়নি ধর্মশালায়। ফলে সম্পূর্ণ নতুন পিচে খেলতে রোহিত-কামিন্সদের। যা বোর্ড এবং ক্রিকেটাররা চাননি। হিমাচল ক্রিকেট বর্ডার এক কর্তা বলেছিলেন,“ পিচের পাশে কিছুটা অংশে এখনও কাজ বাকি। আশা করছি সময়ের মধ্যে কাজ শেষ হবে।” কিন্তু তেমনটা হয়নি।