India vs New Zealand 2023

Mohammed Shami: স্ত্রীর করা মামলার রায় বেরোনোর পরেই ভারতীয় দল থেকে বাদ সামি

ইউএনলাইভ স্পোর্টস ডেস্ক: ইন্দোর ম্যাচে প্রথম একাদশে নেই মহম্মদ সামি। ভারতীয় দলে তাঁকে রিপ্লেস করলেন উমরান মালিক। সোমবার আলিপুর আদালতে গার্হস্থ্য মামলার রায় দিয়েছেন বিচারক। আদালতের বিচারক জানিয়েছেন, ভারতীয় পেসারকে মাসে মাসে ৫০ হাজার টাকা করে দিতে হবে হাসিনকে। এবার সেই রায়ের ২৪ ঘন্টার মধ্যেই ভারতীয় দল থেকে বাদ পড়লেন মহম্মদ সামি।

নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের শেষ ম্যাচে নেমেছে ভারত। মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামিকে বাদ দিয়ে দল সাজিয়েছেন ভারত অধিনায়ক। যদিও তিনি আগের ম্যাচের শেষে বলেইছিলেন যে, সামি এবং সিরাজকে অতিরিক্ত ব্যবহার করতে চান না তিনি। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। যে সিরিজের উপর নির্ভর করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দল খেলবে। সেই সিরিজে বোলারদের তরতাজা রাখতে চাইছেন রোহিত। সেই কারণেই মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে সামি-সিরাজকে দলের বাইরেই রাখা হল।

সামি এবং সিরাজের বদলে দলে নিজের নাম লেখান তরুণ ভারতীয় পেসার উমারান মালিক এবং যুবেন্দ্র চাহাল। এছাড়াও টাইম নিজের জায়গা বজায় রেখেছেন শার্দুল ঠাকুর এবং হার্দিক পান্ডিয়া। কুলদীপ যাদব এবং যুবেন্দ্র সঙ্গে স্পিন আক্রমণে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।