নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম মাসেই নয়া ক্রিকেট ক্যালেন্ডার ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। নতুন সূচি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ ওডিআই অনুষ্ঠিত হবে। গতবারের মতো এ বারও ২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্টে এক গ্রুপে থাকছে ভারত ও পাকিস্তান। অর্থাৎ সেপ্টেম্বরেই আবার ভারত-পাক মহারণ। তবে এ বারের ফরম্যাট ৫০ ওভারের।
এদিকে, এখনও নিশ্চিত নয় ২০২৩ এশিয়া কাপের ভেনু। পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবেনা ভারত ২০২২ সালেই ঘোষণা করেছিল বিসিসিআই। ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তের জবাবে ভারতে আয়োজিত বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল, রামিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এদিন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ টুইট করে ২০২৩-২৪ মরশুমের স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ করেছেন। সেই প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী ২০২৩ এশিয়া কাপ হবে সেপ্টেম্বর মাসে। গ্ৰুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং তৃতীয় দল হিসাবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের তিন দল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।
তবে, সম্প্রতি পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) থেকে সরে গিয়েছেন রামিজ রাজা। যদিও জয় শাহের টুইট নিয়ে পাকিস্তানের তরফে কোনও পাল্টা প্রতিক্রিয়া আসেনি। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিশ্বকাপ খেলা এবং ভারতের এশিয়া কাপে নিরপেক্ষ ভেনু পাওয়া এই দুই বিষয়েই যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের ছাড়া এশিয়ার অন্য কোনও দেশও এই বিষয়ে কোনও মন্তব্য রাখেনি।
Leave a Reply