Asian Games 2023: এশিয়ান গেমস-এ ফের স্বর্ণজয়ী ভারত

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার আবারও সোনা এল ভারতের ঝুলিতে । শ্যুটিংয়ের হাত ধরেই এল ষষ্ঠ স্বর্ণ পদক । হাংঝাউতে এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে সোনা জিতলেন অর্জুন সিংহ চিমা, শিবা নারওয়াল ও সরবজ্যোৎ সিংহ। বৃহস্পতিবার এশিয়ান গেমসে মোট ১৭৩৪ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক জয় করলেন ভারতের পুরুষদের দল। এদিন দ্বিতীয় স্থানে চিন ও তৃতীয় স্থানে জয়ী হয়েছে ভিয়েতনাম। চিনের মোট পয়েন্ট হয়েছিল ১৭৩৩ ও ভিয়েতনামের পয়েন্ট হয়েছিল ১৭৩০। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে এই বছরের এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা হয়েছে ২৪টি; যার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০ টি ব্রোঞ্জ পদক রয়েছে।

১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে মোট ছ’টি রাউন্ড হয়। প্রতিটি রাউন্ডে তিন জন শুটার একটি করে শট নেন। ভারতের হয়ে সরবজ্যোৎ তাঁর ছ’টি রাউন্ডে স্কোর করেন যথাক্রমে ৯৫, ৯৫, ৯৭, ৯৮, ৯৭ ও ৯৮। অর্জুন স্কোর করেন যথাক্রমে ৯৭, ৯৬, ৯৭, ৯৭, ৯৬ ও ৯৫। ভারতের তৃতীয় প্রতিযোগী চিমা তাঁর ছ’টি রাউন্ডে স্কোর করেন যথাক্রমে ৯২, ৯৬, ৯৭, ৯৯, ৯৭ ও ৯৫। ভারতীয় শুটারেরা প্রথম রাউন্ডে স্কোর করেন ২৮৪। দ্বিতীয় থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তাঁদের স্কোর যথাক্রমে ২৮৭, ২৯১, ২৯৪, ২৯০ ও ২৮৮। সব মিলিয়ে ১৭৩৪ পয়েন্ট স্কোর করেন তাঁরা। প্রথম স্থানে শেষ করে সোনা জেতে ভারত। ছয় রাউন্ডেই চিনের সঙ্গে টান টান লড়াই চলছিল ভারতের। কখনও ভারত এগোচ্ছিল। কখনও চিন। শেষ পর্যন্ত ১৭৩৩ পয়েন্ট স্কোর করেন চিনের তিন প্রতিযোগী। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। ১৭৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পায় ভিয়েতনাম।

About Rhitwika Chowdhury

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *