নিউজ ডেস্ক: কাশ্মীরে জঙ্গি দমনে সেনাবাহিনীর সর্বক্ষণের সঙ্গী জুমকে চোখের জলে শেষ বিদায় জানালো জওয়ানরা। গত ১০ অক্টোবর জঙ্গি দমন অভিযানে গুরুতর আহত জুমের মৃত্যু হয় বৃহস্পতিবার। শুক্রবার চিনার ওয়ার মেমোরিয়ালে সেনা ও সেনাবাহিনীর সারমেয় ব্রিগেডের পক্ষ থেকে অন্তিম শ্রদ্ধা জানানো হয়েছে। সেনাকর্মীদের স্যালুট জানানোর পর, পিছনের দুই পা মুড়ে বসে সামনে পা সোজা করে সঙ্গী জুমকে স্যালুট জানায় সেনার সারমেয় স্কোয়াডও। সেনাবাহিনীতে এই সারমেয়দের দায়িত্ব ও প্রশিক্ষণ সেনাদের থেকে কোনো অংশেই কম নয়। আসুন জেনে নেওয়া যাক, সেনাবাহিনীতে সারমেয়দের চাকরির খুঁটিনাটি।
ভারতীয় সেনাবাহিনীর কটি কুকুরের ইউনিট আছে?
বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ১০০০টি সেনা কুকুর রয়েছে। ২০১৯ সালে সংসদে দেওয়া একটি বিবৃতিতে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সেনাবাহিনীর ২৫ টি সম্পূর্ণ কুকুরের ইউনিট এবং দুটি অর্ধেক ইউনিট রয়েছে। একটি সম্পূর্ণ কুকুর ইউনিট ২৪ টি কুকুর নিয়ে গঠিত এবং অর্ধ ইউনিটে ১২ টি কুকুর রয়েছে।
কি ধরনের কুকুর সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়?
ভারতীয় সেনাবাহিনীর কুকুরের ইউনিটে বিভিন্ন প্রজাতির কুকুর রয়েছে। এর মধ্যে রয়েছে ল্যাব্রাডর, জার্মান শেফার্ডস, বেলজিয়ান ম্যালিনোইস এবং গ্রেট মাউন্টেন সুইস কুকুর।
সেনাবাহিনীর কুকুর কী কী দায়িত্ব পালন করে এবং কোথায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়?
সেনাবাহিনীর কুকুরদেরও বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। যেমন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) সহ বিস্ফোরক শনাক্তকরণ, মাইন শনাক্তকরণ, টহলদারি, মাদক সহ নিষিদ্ধ জিনিস শনাক্তকরণ, সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আক্রমণ করা, লুকিয়ে থাকা জঙ্গিদের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করা।
প্রতিটি আর্মি কুকুরের সঙ্গে একজন কুকুর হ্যান্ডলার থাকে, যিনি কুকুরটিকে গাইড করেন। এমনকি কুকুরটির স্বাস্থ্যেরও খেয়াল রাখাও হ্যান্ডলারের দায়িত্ব।
মিরাটে অবস্থিত আর্মি স্কুল রিমাউন্ট এবং ভেটেরিনারি কর্পস সেন্টারে কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৬০ সালে এই প্রশিক্ষণ স্কুল তৈরি হয়েছিল। কুকুরের ব্রিড এবং দক্ষতার ভিত্তিতে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে।
সেনাবাহিনীর কুকুরের চাকরির সময়সীমা
সেনাবাহিনীর একটি কুকুর প্রায় সাত থেকে আট বছর চাকরি করে। তারপরে অবসর দেওয়া হয় তাদের। যদিও আগে সেনাবাহিনীর কুকুরের অবসরের অর্থ ছিল ইউথেনাইজড করা। কিন্তু ২০১৫ সালে জনবিক্ষোভের পরে নীতিটি সংশোধন করা হয়৷ বর্তমানে কুকুরদের বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করা হয়। কোনও বিশেষ ক্ষেত্রে তাঁদের দানও করা হয়।
সেনাবাহিনীর কুকুরের বেতন ও বীরত্বের পুরস্কার
ভারতীয় সেনাবাহিনীর কুকুররা বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করে। সেই সমস্ত অপারেশনে দক্ষতা প্রমাণ করতে পারলেই পদোন্নতি হয় তাঁদের। পদ অনুযায়ী হয় বেতন। সেই বেতনের পুরোটাই খরচ করা হয় তাদের খাবার, চিকিৎসা ও ওষুধের পেছনে। এছাড়াও বীরত্বের জন্য রিমাউন্ট ভেটেরিনারি কর্পস শৌর্য চক্রসহ একাধিক পুরস্কারে পুরস্কৃত করা হয় তাঁদের। পাশাপাশি সেই কুকুরের হ্যান্ডলারকেও দেওয়া হয় পুরস্কার।
Leave a Reply