ভিয়েতনামে পৌঁছল ভারতীয় ২ রণতরী? কি কারণ

নিউজ ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ আইএনএস শিবালিক এবং আইএনএস কামোর্তা হো চি মিন সিটিতে পৌঁছে গেল। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে জাহাজ দুটি দক্ষিণ চিন সাগরে মোতায়েন করা হয়েছিল। মনে করা হচ্ছে এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে।

শুক্রবার ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ভারত-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বছর উদযাপন উপলক্ষ্যে, আইএনএস শিবালিক এবং আইএনএস কামোর্তা দক্ষিণ চিন সাগরে মোতায়েন করা হয়েছে। এতে দু-দেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক মজবুত হবে।

এই বছরের শুরুতেই নৌবাহিনীর দুটি জাহাজ শিবালিক এবং কামোর্তা হো চি মিন সিটিতেও পাড়ি দিয়েছিল। পরিদর্শনকারী ভারতীয় নৌ জাহাজ শিবালিক এবং কামোর্তা বিশাখাপত্তনে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় নৌবহরের অংশ।

আরও পড়ুন: শুভেন্দু-অভিষেক মহারণ, দুই বিরোধী কেন্দ্রে যুযুধান শিবিরের সভা

ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজ দুটি নকশা তৈরি হয়েছে ভারতেই। এবং  জাহাজ দুটি তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতেই। জাহাজ দুটি বিভিন্ন ধরনের অস্ত্র এবং সেন্সর দিয়ে সজ্জিত। এগুলি বিভিন্ন ধরনের হেলিকপ্টার বহন করতে সক্ষম। আত্মনির্ভর ভারতে এই জাহাজ দুটি দেশের উন্নত এবং আধুনিক যুদ্ধ জাহাজ তৈরির প্রতীক।