ব্রিটেনের আকাশে ভারতের জয়জয়কার

নিউজ ডেস্ক : ব্রিটেনের আকাশে জয়জয়কার ভারতের।বিমানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত সহযাত্রীর প্রাণ বাঁচালেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিশ্বরাজ ভেমালা।

ব্রিটেনের বিরমিংহামের হেপাটোলজিস্ট ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিশ্বরাজ ভেমালা।লন্ডন থেকে ভারতে ফিরছিলেন তিনি।বিমানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তাঁরই এক সহযাত্রী।তখনই এগিয়ে আসেন ওই চিকিৎসক।
দ্রুত চিকিৎসা শুরু করেন ।তবে একবার নয়,বিমানের মধ্যে দু-বার হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি।দু-বারই প্রাণ বাঁচান ওই চিকিৎসক।

এই ঘটনার কথা টুইট করে জানানো হয়েছে বিরমিংহাম ইউনিভার্সিটি হাসপাতালের তরফে । বিরমিংহাম ইউনিভার্সিটি হাসপাতাল টুইটে লিখেছে, “আমাদের হাসপাতালের হেপাটোলজিস্ট চিকিৎসক বিশ্বরাজ ভেমালা বিমানের মধ্যে সহযাত্রীর জীবন বাঁচিয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই এই কাজ করেছেন তিনি। বিমান অবতরণের পর হৃদরোগে আক্রান্ত ওই ব্যক্তিকে জরুরিকালীন পরিষেবায় ভর্তি করা হয়েছে। ভেমালা প্রয়োজনীয় চিকিৎসা করে তাঁদের হাতে তুলে দিয়েছেন ওই ব্যক্তিকে।”

আর তারপরেই নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছেন ভেমালা।তিনি বলেছেন, “ওই বিমান জরুরিকালীন মেডিক্যাল কিট ছিল। এতে আমি খুব অবাক হয়েছিলাম। কিন্তু তা থাকায় আমার খুব সুবিধা হয়েছিল। কিন্তু তা খুবই স্বল্প সুবিধা নিয়ে চিকিৎসা করেছি। খুব ঝুঁকি নিয়েই করতে হয়েছে সেই কাজ। রোগীর পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে তা দেখার উপায় ছিল না বিমানে। আমরা পাঁচ ঘণ্টা তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়েছিলাম। তা করতে পেরে নিজেরও খুব ভাল লাগছে। এক জনের প্রাণ বাঁচাতে পেরে আমি খুশি।”

আরও পড়ুন : ক্রাকেন: করোনার নয়া ভ্যারিয়েন্ট ভারতে, আক্রান্ত ৭