নিউজ ডেস্ক: স্বচ্ছ ভারত অভিযানের অধীনে ভারতীয় রেল অনেক পদক্ষেপ নিয়েছে। স্বচ্ছ ভারতের অধীনে, ভারতীয় রেল এবং মধ্য রেলের ‘জিরো স্ক্র্যাপ মিশন’ শুরু হয়েছিল। চলতি আর্থিক বছরে ২০২২-২৩ সালে মধ্য রেলওয়ে স্ক্র্যাপ বিক্রি থেকে ২৫০.৪৯ কোটি টাকা আয় করেছে। এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে স্ক্র্যাপ বিক্রি করে সর্বোচ্চ আয় করেছে।
দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের সবচেয়ে সস্তা এবং সহজ মাধ্যম হল রেল পরিষেবা। গত কয়েক বছরে রেল ভ্রমণ খুব দ্রুত এবং অত্যাধুনিক হয়েছে। এই অবস্থায় রেলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি, স্বচ্ছ ভারত অভিযানের অধীনে দেশে পরিচ্ছন্নতার দিকে আরও মনোযোগ দেওয়া হচ্ছে। এখন এ থেকে কোটি কোটি টাকা আয় করেছে রেল।
মধ্য রেল স্ক্র্যাপ হ্রাস এবং শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে শুরু করেছিল জিরো স্ক্র্যাপ মিশনে। ভারতে প্রথম জিরো-স্ক্র্যাপ মিশন শুরু করেছে মধ্য রেল।
আরও পড়ুন: ১৫,২৩৩ কোটি টাকার উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
ভারতের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম মধ্য রেল। যেখানে জিরো স্ক্র্যাপ মিশন বৃহৎ পরিসরে বাস্তবায়িত হচ্ছে। সেন্ট্রাল রেলওয়ে সমস্ত স্টেশন, বিভাগ, ডিপো, ওয়ার্কশপ, শেড, কর্মক্ষেত্রগুলিকে আবর্জনা মুক্ত করার জন্য শূন্য স্ক্র্যাপ মিশনকে আরও এগিয়ে নিয়ে যেতে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যরেল।
Leave a Reply