নিউজ ডেস্ক: উৎসবের মুখে বড় ধাক্কা। বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি হয়েছে। টাকার দামে রেকর্ড পতন হয়েছে শুক্রবার। এক মার্কিন ডলারের মূল্য দাঁড়িয়েছে ৮১ টাকা ৯ পয়সা। এই পর্যন্ত সকলেরই জানা। কিন্তু জানেন কি ভারতীয় অর্থনীতির জন্য আরও খারাপ সময় আসতে চলেছে। টাকার দামে আরও বড়সড় পতন হতে পারে আগামী দিনে। এই আশঙ্কায় নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর থেকে এই প্রথম বাজার চলাকালীন টাকার দামে এত বড় পতন হয়েছে। গত দুদিনে ডলারের ভিত্তিতে টাকার মূল্য দুর্বল হওয়ার কারণ হিসেবে বলা যায়, প্রথমত, ইউএস ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি। দ্বিতীয়ত, সারা বিশ্বে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, যার কারণে অনেক দেশই প্রায় দেউলিয়া হতে চলেছে।
বাজার বিশেষজ্ঞদের ধারণা, আরবিআইয়ের রেপো রেট বাড়ানোর ফলে পরিস্থিতির উন্নতি সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে টাকার রেকর্ড পতন সামাল দিতে কী পদক্ষেপ নেবে আরবিআই, সকলের নজর এখন সেই দিকেই। এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করে সিআর ফরেক্স উপদেষ্টারা জানিয়েছেন, আগামী সময়ে এক মার্কিন ডলারের মূল্য ৮২ টাকাতেও পৌঁছাতে পারে।
আরও পড়ুন: পার্থ কাণ্ডে বিস্ফোরক সৌগত, এমন দুর্নীতি দেশে হয়নি
টাকার মূল্যের রেকর্ড পতনের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে বড়সড় পতন হয়েছে শেয়ার বাজারে। প্রায় ৫ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে ভারতীয় বাজারে বিনিয়োগকারীদের। এমনকি টাকার মূল্যের রেকর্ড পতনের প্রভাবে শুক্রবার শেয়ার বাজারে বিনিয়োগের হারও কমেছে।
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নির্দেশ থেকে রক্ষা পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক
Leave a Reply