আজকের শেয়ার বাজার, ১১ নভেম্বর, শুক্রবার, ২০২২

বিজনেস ডেস্ক : বৃহস্পতিবার মার্কিন মুলুকে মূদ্রাস্ফীতির হার ঘোষণা হওয়ার পরই বদলে গেছে বিশ্ববাজারের পরিস্থিতি। ভারতীয় বাজারেও হয়েছে ‘বুল রান’। শুক্রবার শুরুতেই প্রাথমিক সেনসেক্স ছিল ৬১,৩১১.০২ এবং নিফটি ছিল ১৮,২৭২.৩৫। সপ্তাহের শেষ দিনে সেনসেক্স ও নিফটির সূচক, উভয়ই সবুজ সূচকেই বন্ধ হয়েছে।

শুক্রবার দিনের শেষে, সেনসেক্স পয়েন্ট ১,১৮১.৩৪ বা ১.৯৫ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৬১,৭৯৫.০৪-এ বন্ধ হয়েছে। নিফটি ৩২১.৫০ বা ১.৭৮ শতাংশ বৃদ্ধির সঙ্গে ১৮,৩৪৯.৭০ -এ বন্ধ হয়েছে।

সপ্তাহের শেষ দিনে কেনাবেচা হয়েছে ৩,৬০১ টি স্টক, লাভের মুখ দেখে বন্ধ হয়েছে ১৭৫৬ টি স্টক, ১৬৯০ টি স্টকের ফলাফল খারাপ। অপরিবর্তিত রয়েছে ১৫৫ টি স্টক।

সপ্তাহের শেষ দিনে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬১,৮৪০.৯৭ এবং সর্বনিম্ন সূচক ছিল ৬১,৩১১.০২। নিফটির সর্বোচ্চ সূচক ছিল ১৮,৩৬২.৩০ এবং সর্বনিম্ন সূচক ছিল ১৮,২৫৯.৩৫।

বাজার চড়তেই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। ভারতীয় মুদ্রাও এদিন ডলারের তুলনায় শক্তিশালী হয়েছে। ডলারের বিপরীতে টাকার দর নেমে এসেছে ৮০.৭৪-এ।

শুক্রবার ঊর্ধমুখী বাজারের ফায়দা তুলে টপ গেনার হয়েছে এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস লিমিটেড, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস লিমিটেড।

তবে ভালো ব্যবসা করতে পারেনি আইচার মোটোর্স লিমিটেড, হিরো মোটোকর্প লিমিটেড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেড।

আরও পড়ুন : বিপদ না কাটলেও সাময়িক স্বস্তি জ্যাকলিনের