নিউজ ডেস্ক: প্রথমবার দেশের মাটিতে খুলতে চলেছে অ্যাপেলের স্টোর। এই স্টোর উদ্বোধনে থাকার সম্ভাবনা রয়েছে সিইও টিম কুকের। ভারত সফরে এসে তিনি প্রধামন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে পারেন বলে জানতে পারা গেছে।
মঙ্গলবার অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স এবং ২০ এপ্রিল দিল্লির সাকেতে খুলবে অ্যাপেল স্টোর। এদেশে বাড়তে থাকা আই ফোনের চাহিদার কথা মাথায় রেখেই অফলাইন স্টোর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে প্রথমবার ভারতে অনলাইন অ্যাপেল স্টোর খুলেছিল। স্মার্টফোনের বাজারে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে এই দেশ। লাফিয়ে বাড়ছে স্মার্টফোনের ব্যবসা। তবে আই ফোনের আকাশছোঁয়া দামের জন্য এর জনপ্রিয়তা এখনও তুলনামূলক কম। অফলাইন স্টোর খুললে আই ফোনের উৎপাদনের পরিমাণ আরও বাড়বে কি না অথবা আই ফোনের দাম খানিকটা কমানো হবে কি না, সে বিষয়ে কোনও ইঙ্গিত যদিও দেওয়া হয়নি।
Leave a Reply