Briddhi Foundation

Briddhi Foundation Durga puja 2024: বস্ত্র-খাদ্য বিতরণের মাধ্যমে অভিনব প্রয়াস! দুর্গাপুজোয় মানুষের পাশে বৃদ্ধি ফাউডেশন

ইউ এন লাইভ নিউজ: দেবীপক্ষ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। হাতে আর মাত্র কিছু দিন। এবার দুর্গাপুজোয় মানুষের পাশে নতুন ভাবনা নিয়ে নেমেছে বৃদ্ধি ফাউডেশন।

তবে এই প্রথম নয়, পিছিয়ে পড়া দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে বিনামূল্যে নানা পরিষেবা দিয়ে আসছে বৃদ্ধি ফাউডেশন। সারা বছরই নানা রকম কর্মসূচি পালন করে থাকেন এই সংস্থার সদস্যরা।

এবছর ডালপুর শ্রীশ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমে বস্ত্র-খাদ্য বিতরণ এবং গ্রামের পিছিয়ে পড়া গরিব মহিলাদের সামান্য অর্থ সাহায্যের মাধ্যমে শারদীয়া শুভেচ্ছা জ্ঞাপন করল বৃদ্ধি ফাউন্ডেশন।

বৃদ্ধি ফাউন্ডেশনের পাশাপাশি, আরও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা বৃদ্ধি ফাউন্ডেশনের এই শুভ উদ্যোগে সামিল হন এবং তাঁরাও বস্ত্রদান কর্মসূচি পালন করে।

বৃদ্ধি ফাউন্ডেশনের এই অভিনব উদ্যোগের কান্ডারি ছিলেন বৃদ্ধি ফাউন্ডেশন এর সভাপতি সোমনাথ কুন্ডু। পাশাপাশি, বৃদ্ধি ফাউন্ডেশনের ডিরেক্টর দীপা দাস এ বিষয়ে জানান, ‘প্রতিবছরের ন্যায় এবছরও শারদীয়া উপলক্ষে বৃদ্ধি ফাউন্ডেশনের যে কর্মকাণ্ড আছে তা তারা সম্পূর্ণভাবে পালন করছে। তারই কিছু বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা করছি। বেশ কিছু দুঃস্থ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরিবারের মহিলাদের হাতে সামান্য অর্থ তুলে দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। ডালপুর শ্রীশ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমের মাধ্যমে আমাদের তরফ থেকে দুঃস্থ পরিবারের হাতে কিছু বস্ত্র বিতরণ করা হয়। আমরা একত্রিত হয়ে দুঃস্থ পরিবারের হাতে এই সাহায্য পৌঁছে দিতে পেরে খুবই আনন্দিত।’