নিউজ ডেস্ক: আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। চলতি বছরেই আইফোন নিয়ে আসছে 5G পরিষেবার সুবিধা। যাঁরা নিজেদের ফোনে 5G ব্যবহার করার জন্য অপেক্ষা করেছেন, অবশেষে চিন্তা দূর হল তাদের। সম্প্রতি জানা গিয়েছে, ডিসেম্বর মাসের মধ্যেই আইফোনে 5G সার্ভিসের সুবিধা আন্তে চলেছে অ্যাপল সংস্থা।
সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে অ্যাপল এবং এয়ারটেলের মধ্যে একটি জরুরি বৈঠক হতে চলেছে। এই বৈঠকেই আইফোনে ৫জি চালু করার সময়সীমা ঠিক করা হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, অ্যাপল ডিসেম্বরের মধ্যে iOS আপডেটে 5G চালু করতে পারে। অ্যাপল এখন 5G নেটওয়ার্কের টেস্টিং দিল্লি এবং মুম্বইয়ে করছে। খুব শীঘ্রই আইফোনে চালু করে দেওয়া হবে এই পরিষেবা। এখন আইফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট করে না।
ভারতে আইফোনে স্ট্যান্ড অ্যালন ও নন স্ট্যান্ড অ্যালন দুই 5G ভার্সনই কাজ করবে, দাবি অ্যাপলের। এর ফলে ভারতে আইফোনে জিও এবং এয়ারটেল দুটি কোম্পানির ৫জি সিমই সাপোর্ট করবে।
অ্যাপলের কোন কোন মডেলে চলবে 5G পরিষেবা, দেখে নেওয়া যাক –
iPhone 12 সিরিজের iPhone 12, iPhone 12 mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max-এ মিলবে এই সুবিধা
iPhone 13 সিরিজের iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max-এও থাকছে এই সুবিধা
14 সিরিজের iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max-এও মিলবে 5G নেটওয়ার্ক
পাশাপাশি, iPhone SE ৩ জেনারেশনের ফোনে 5G সাপোর্ট করবে
Samsung ও Google-এর ফ্ল্যাগশিপ ফোন এবং Realme, Xiaomi, Oppo এবং Vivo কোম্পানির ফোন গুলির পাশাপাশি, এবার অ্যাপলের আইফোনেও চালু হয়ে যাবে সেই 5G সার্ভিস।