এবার ভারতে তৈরি হবে অ্যাপেল আইফোন

এবার ভারতে তৈরি হবে অ্যাপল আইফোন। শীঘ্রই কর্ণাটকে ফক্সকনের বড় আইফোন তৈরির কোম্পানি খোলা হচ্ছে। এই খবর জানিয়েছে কর্ণাটকের সরকার।

কর্ণাটকে ৩০০ একরের কারখানা তৈরি করছে ফক্সকন। এখানেই অ্যাপলের আইফোন তৈরি করা হবে। এই বিষয়ে মুখ খুলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ও রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। সরকারের আশা, এই নতুন কারখানা থেকে এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে। সেরকমই পরিকল্পনা রয়েছে ফক্সকনের।

আইফোনের শীর্ষস্থানীয় নির্মাতা ফক্সকনকে বেঙ্গালুরুতে জমি দিয়েছে কর্ণাটক সরকার। ফক্সকন ম্যানেজমেন্টের চেয়ারম্যান ইয়ং লিউ এই কারখানার ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন। কোম্পানির ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল ক্যাম্পাস পরিদর্শন করেছে। ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ বলেছেন, প্রথম থেকেই বেঙ্গালুরু ছিল বিশ্বব্যাপী কোম্পানিগুলির পছন্দের কারখানার স্থল। বিনিয়োগ টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে বেঙ্গালুরু।

বর্তমানে অ্যাপল ফোন তৈরিতে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ফক্সকন। ২০২১ সালে ২০৬ বিলিয়ন ডলার আয় করেছে এই কোম্পানি। চিন, ভারত, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, চেক প্রজাতন্ত্র ও মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বেশ কয়েকটি দেশে কোম্পানিটির উত্পাদন ইউনিট রয়েছে। তাই এই কোম্পানির ওপরই আস্থা রাখে অ্যাপল।

About Somnath Adak

Check Also

বাইকে ব্যবহার করুন এই বিশেষ উপাদান, বাইক থাকবে নতুনের মতো!

আপনার বাইক কি পুরনো হয়ে গেছে? বাইকের রঙ ফ্যাকাশে হয়ে গেছে? চিন্তা নেই! কিছু বিশেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *