IPL 2023 Final: শেষ দু’বলে চলল স্যার জাদেজার তলোয়ার, আইপিএলে পঞ্চম ট্রফি জয় ধোনির

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: টানা তিনদিনের একপ্রকার ‘অন্তহীন’ ফাইনালের শেষে নাটকীয় জয়। বৃষ্টি বিঘ্নিত ম্য়াচে শেষ হাসি হাসল চেন্নাই সুপার কিংস। আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টি মাথায় গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল দর্শকরা। শেষ ২ বলে জিততে দরকার ছিল ১০ রান। মোহিত শর্মা তার আগের চারটি বলে মাত্র ৩ রান দিয়েছিলেন। শেষ দু’বলে পরপর ছয় এবং চার মেরে নাটকীয় ফাইনালে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে ৫ বার চ্যাম্পিয়ন হয়ে মুম্বইকে ধরে ফেলল চেন্নাই।

নির্ধারিত সূচি অনুযায়ী, আইপিএল-২০২৩ এর ফাইনাল ২৮ মে হয়নি। আজ ২৯ মে জয়ের জন্য চেন্নাইয়ের সামনে ২১৫ রানের লক্ষ্য রেখেছিল গুজরাট। দুর্দান্ত লড়াইয়ের স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের আশায় আবার ব্যাঘাত ঘটায় বৃষ্টি। চেন্নাই ব্যাট করতে ঠিক আগের মুহূর্তে বৃষ্টি নামে। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩ বল খেলার পর আবার বৃষ্টি নামে। সেই সময় চেন্নাইয়ের রান ছিল ৪। এরপর আবার বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। ওভার সংখ্যা কমে যায়। খেলা যখন আবার শুরু হয় ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ১৫ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৭১।

খেলা শুরু হওয়ার পরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারকুটে ব্যাটিং শুরু করেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। তাঁরা জানতেন প্রতি ওভারে ১২ রান করে তুলতে হবে তাঁদের। খেলা ১৫ ওভারের হওয়ায় পাওয়ার প্লে-ও কমে হয় ৪ ওভার। পাওয়ার প্লে-তে ৫২ রান করেন দুই ওপেনার। বড় শট খেলা ছাড়া কোনও উপায় ছিল না চেন্নাইয়ের ব্যাটারদের। ৬ ওভারে ওঠে ৭২ রান।

পাওয়ার প্লে-র পর একই ওভারে দুই ওপেনারকে ফেরান নুর আহমেদ। দলকে দুর্দান্ত স্টার্ট দিয়েছে এই জুটি। শেষ তিন ওভারে সিএসকের লক্ষ্য দাঁড়ায় ৩৮ রান। ক্রিজে তখন শিবম দুবে-রায়াডু জুটি। রবিবারই রায়াডু ঘোষণা করেছিলেন, ফাইনালের পর আইপিএলকেও বিদায় জানাবেন। কেরিয়ারের শেষ ইনিংসে অনবদ্য। ৮ বলে ১৯ রান করেন। ১৩ তম ওভারে নাটকীয় বদল। ১৭ রান দিয়ে ২ উইকেট নিলেন মোহিত শর্মা। মহেন্দ্র সিং ধোনি গোল্ডেন ডাক।

শেষ দু ওভারে সিএসকের লক্ষ্য দাঁড়ায় ২২ রান। এবং শেষ ওভারে ১৩ রান। বোলিংয়ে মোহিত শর্মা। পঞ্চম বলে জাডেজা ছয় মারায় শেষ বলে লক্ষ্য দাঁড়ায় ৪ রান। লেগ স্টাম্পের বল ফাইন লেগে বাউন্ডারি মেরে জেতালেন স্যার জাডেজা। এলএসজির বিরুদ্ধে ১২ রান ডিফেন্ড করেছিলেন মোহিত শর্মা। প্রথম চার বল তারই ছিল। কিন্তু শেষ দু-বলে ছয় এবং চার মেরে চেন্নাইকে পঞ্চম ট্রফি জেতালেন স্যার রবীন্দ্র জাডেজা। গুজরাটের ক্রিকেটারের কাছে হারল গুজরাটের টিম।

 

About Saswata Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *