IPL 2024 Schedule Announcement: প্রকাশিত হল আইপিএলের প্রথম পর্বের সূচি! কোন দলের খেলা কবে? জেনে নিন

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: কিছুটা চমকে দিয়ে নিয়মের বাইরে গিয়ে সূচি ঘোষণা করেছে আইপিএল। এবার দুটো পর্বে ঘোষণা হচ্ছে আইপিএল-এর সূচি। লোকসভা নির্বাচনের জন্য এবার দুটো পর্বে সূচি ঘোষণা করা হয়েছে। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। আগেই অরুণ ধুমাল জানিয়ে দিয়েছিলেন এবার ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল, যেই কথা সেই কাজ। তবে এবার আইপিএল-এর প্রথম ম্যাচ হবে চেন্নাই সুপার কিংস ও রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। চিপক স্টেডিয়ামেই হবে ম্যাচ।

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে আপাতত ১৫ দিনের সূচি ঘোষণা করা হল। দেশে সাধারণ নির্বাচন থাকায় এমন সিদ্ধান্ত। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পূর্ণ সূচি পাওয়া যাবে। বিস্তারিত জেনে নিন…

 

কলকাতা নাইট রাইডার্স

২৩ মার্চ- বনাম SRH (কলকাতা)

২৯ মার্চ- বনাম RCB (বেঙ্গালুরু)

৩ এপ্রিল- বনাম DC (ভাইজ্যাগ)

 

চেন্নাই সুপার কিংস

২২ মার্চ- বনাম RCB (চেন্নাই)

২৬ মার্চ- বনাম GT (চেন্নাই)

৩১ মার্চ- বনাম DC (বিশাখাপত্তনম)

৫ এপ্রিল- বনাম SRH (হায়দরাবাদ)

 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২২ মার্চ- বনাম CSK (চেন্নাই)

২৫ মার্চ- বনাম PBKS (বেঙ্গালুরু)

২৯ মার্চ- বনাম KKR (বেঙ্গালুরু)

২ এপ্রিল- বনাম LSG (বেঙ্গালুরু)

৬ এপ্রিল- বনাম RR (জয়পুর)

 

পঞ্জাব কিংস

২৩ মার্চ- বনাম DC (মোহালি)

২৫ মার্চ- বনাম RCB (বেঙ্গালুরু)

৩০ মার্চ- বনাম LSG (লখনউ)

৪ এপ্রিল- বনাম GT (অহমেদাবাদ)

 

মুম্বই ইন্ডিয়ান্স

২৪ মার্চ- বনাম GT (অহমেদাবাদ)

২৭ মার্চ- বনাম SRH (হায়দরাবাদ)

১ এপ্রিল- বনাম RR (মুম্বই)

৭ এপ্রিল- বনাম DC (মুম্বই)

 

রাজস্থান রয়্যালস

২৪ মার্চ- বনাম LSG (জয়পুর)

২৮ মার্চ- বনাম DC (জয়পুর)

১ এপ্রিল- বনাম MI (মুম্বই)

৬ এপ্রিল- বনাম RCB (জয়পুর)

 

লখনউ সুপার জায়ান্টস

২৪ মার্চ- বনাম RR (জয়পুর)

৩০ মার্চ- বনাম PBKS (লখনউ)

২ এপ্রিল- বনাম RCB (বেঙ্গালুরু)

৭ এপ্রিল- বনাম GT (লখনউ)

 

গুজরাট টাইটান্স

২৪ মার্চ- বনাম MI (অহমেদাবাদ)

২৬ মার্চ- বনাম CSK (চেন্নাই)

৩১ মার্চ- বনাম SRH (অহমেদাবাদ)

৪ এপ্রিল- বনাম PBKS (অহমেদাবাদ)

৭ এপ্রিল- বনাম LSG (লখনউ)

 

দিল্লি ক্যাপিটালস

২৩ মার্চ- বনাম PBKS (মোহালি)

২৮ মার্চ- বনাম RR (জয়পুর)

৩১ মার্চ- বনাম CSK (ভাইজ্যাগ)

৩ এপ্রিল- বনাম KKR (ভাইজ্যাগ)

৭ এপ্রিল- বনাম MI (মুম্বই)

 

সানরাইজার্স হায়দরাবাদ

২৩ মার্চ – বনাম KKR (কলকাতা)

২৭ মার্চ- বনাম MI (হায়দরাবাদ)

৩১ মার্চ- বনাম GT (অহমেদাবাদ)

৫ এপ্রিল- বনাম CSK (হায়দরাবাদ)

About Saswata Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *