ইউ এন লাইভ নিউজ: মুস্তাফিজুর নাকি আন্তর্জাতিক ক্রিকেটের বদলে আইপিএল খেলতে চান ! এমনটাই দাবি করলেন মুস্তাফিজুরের জাতীয় দলের সতীর্থ শরিফুল ইসলাম । বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, “আমার মনে হয় মুস্তাফিজুর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার থেকে আইপিএল খেলতে বেশি ভালবাসে। হতে পারে আইপিএলে চাপ কম থাকে। যার কারণে নিজের খেলা উপভোগ করতে পারে ও । নিজের দেশের হয়ে খেলার সময় প্রত্যাশার চাপ অনেক বেশি থাকে । সেই চাপে অনেকসময়ে নিজের সেরা খেলাটা আসে না ।”
বাংলাদেশের হয়ে তিনটি ফরম্যাট মিলিয়ে ২১৩ নাচে ৩০৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর। কিন্তু সম্প্রতি শেষ ২-৩ ম্যাচে তাঁর পারফর্মেন্স নজর কাড়ার মতো ছিল না। সেই বিষয়ে বলতে গিয়ে শরিফুল বলেন,“মুস্তাফিজুর বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে ভাল খেলে আসছে প্রায় প্রায় ১০ বছর ধরে। হয়তো শেষ ২-৩টে ম্যাচে আশানুরূপ খেলতে পারেনি। কিন্তু তাতে ও খারাপ বোলার হয়ে যায় না।
চাপে অনেকসময়ে ভুল হয়। মুস্তাফিজুর ভাল প্লেয়ার বলেই ওকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি থাকে ।”
আইপিএলে মুস্তাফিজুরের পারফর্মেন্স নিয়ে জিজ্ঞেস করা হলে ইসলাম জানান, তিনি আইপিএলে মুস্তাফিজুরের প্রত্যেকটি ম্যাচ-ই দেখছেন এবং মুস্তাফিজুরের সঙ্গে যোগাযোগেও রয়েছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আইপিএলের চলতি সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান ২০২৪ আইপিএল সংস্করণের একমাত্র বাংলাদেশী খেলোয়াড় । শুরুটা ভাল করলেও সিজনের মাঝে এসে ফর্ম কিছুটা হলেও হারিয়েছেন মুস্তাফিজুর। এখনো অবধি ৭ ম্যাচে ১০.০৭ ইকোনমি রেটে রান দিয়ে ১২টি উইকেট তুলেছেন বাংলাদেশের ফিজ। ‘বেগুনি টুপি’-র দৌড়ে রয়েছেন চতুর্থ স্থানে ।
Leave a Reply