Castor Oil For Skin Care

Castor Oil For Skin Care: চিটচিটে ক্যাস্টর অয়েল কী চুল ছাড়াও ত্বকেও উপকারী? কীভাবে মাখবেন জানুন

ইউ এন লাইভ নিউজ: ক্যাস্টর অয়েল যা একটু চিটচিটে হয় ঠিকই কিন্তু তার গুন্ অনেক। চুলের ঘনত্ব বাড়াতে এই তেল খুবই উপকারী। তবে প্রাকৃতিক এই তেল কি ত্বকের পক্ষেও ভাল? ক্যাস্টরের বীজ থেকে পাওয়া যায় এই তেল। ত্বকের বলিরেখা দূর করতেও কিন্তু এই তেল উপকারী। এমনকি ত্বককে গভীর ভাবে ময়শ্চারাইজ় করতেও ক্যাস্টর অয়েল সাহায্য করে।

একটি গবেষণায় দেখা গেছে এই তেলে রয়েছে ‘রাইসোনোলিয়েক অ্যাসিড’। এটি এক ধরনের ফ্যাটি অ্যাসিড। যা বলিরেখা দূর করার পাশাপাশি ত্বককে মসৃণ করতেও সাহায্য করে। ত্বকে কোনও রকম সংক্রমণ হলে, তা-ও প্রতিরোধ করতে পারে এই তেল।

১. এই তেলে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান। যা ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে। এতে রয়েছে প্রদাহনাশক উপাদানও। যার ফলে এই তেল ব্যবহারে জ্বালা, পোড়া, ফোলা ভাব কমতে পারে।

২. ফাটা ঠোঁটের জন্য বিশেষ উপকারি তেলটি। লিপস্টিক ও লিপগ্লসে এই তেলের ব্যবহার রয়েছে। ঠোট ফাঁটার সমস্যায় এই তেলটিও ব্যবহার করতে পারেন, তবে এই তেলটি সরাসরি না লাগিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলেই ভাল।

ভীষণ ঘন ও চিটচিটে এই তেলটি নারকেল তেল, আমন্ড অয়েল বা অলিভ অয়েলের মধ্যে যে কোনও একটির সাথে মিশিয়ে লাগানোই ভালো। তেল ব্যবহারের আগে ফেশওয়াশ দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিতে হবে।