ইউ এন লাইভ নিউজ: আবার কি ফিরতে চলেছে করোনা মহামারী? মহারাষ্ট্র, কেরল, কর্নাটকের পর এবার বঙ্গে দেখা মিলল করোনার নতুন উপপ্রজাতির। রাজ্যে এখনও পর্যন্ত ৩০ জনের শরীরে নতুন প্রজাতির সন্ধান মিলেছে।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সারা দেশে ২৭২ জন নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস অর্থাৎ কেপি.২ দ্বারা আক্রান্ত হয়েছেন। বাংলা থেকে গত চারমাসে যে কটি নমুনা জিন বিশ্লেষণ এর জন্য পাঠানো হয়েছিল, তার মধ্যে থেকে ৩০টি নমুনা পজিটিভ আসে।.তাঁরা নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস বা ‘FLiRT’ ভ্যারিয়েন্টে আক্রান্ত। স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসার পরই কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। তবে কি আবার কি মাস্ক -স্যানিটাইজার ব্যবহারের অভ্যেস ফিরিয়ে আনতে হবে জনসাধারণকে? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে মাস্ক ব্যবহার নিয়ে
এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
আবার কি আমজনতা জীবনে ফিরে আস্তে চলেছে বিষণ্ণময় সেই দিনগুলি। নতুন করে করোনা আতঙ্কে জনসাধারণের মনে এই প্রশ্নগুলি মাথাচাড়া দিচ্ছে। গত এক সপ্তাহে পাঁচজনের দেহে কোভিড ভাইরাস ধরা পড়েছে। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে। প্রসঙ্গত ,গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে । তার মধ্যেই শহরে নতুন করে করোনার ত্রাস সৃষ্টি হয়েছে।