নিউজ ডেস্ক: পরিবারের সঙ্গে আনন্দ মজায় একে অপরের ছবি তোলা এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। বাদ যাননি সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসিও। ৩৬ বছর পরে বিশ্বকাপের জয়ের পালক নিজের মুকুটে বসানোর পর পরিবারের সঙ্গে স্বপ্নের মুহূর্তগুলো ফ্রেম বন্দি করলেন তিনি। ফোন হাতে তুলে দিলেন তাঁর স্ত্রী এবং পরিবারের খুদে সদস্যদের ছবি। কিন্তু কোন ফোন দিয়ে ছবি তুললেন লিওনেল মেসি?
ফোনের ফ্রেমটি পুরোটাই অ্যালুমিনিয়ামের। ইউনিক সেমি ট্রান্সপারেন্ট ডিজাইনে আবার গ্রেডিয়েন্ট ফিনিশ। ফ্ল্যাট সাইড এবং রাউন্ডেড কর্নারের ডিভাইস। ওয়ান প্লাসের প্রতিষ্ঠাতা কার্ল পেই নিজস্ব কোম্পানি প্রতিষ্ঠার পরে লঞ্চ করেন বহুচর্চিত `নাথিং ফোন’।
এই নাথিং ফোনে ১০০ শতাংশ রিসাইকেল অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। তবে ফোনের ভিতরে ৫০ শতাংশ প্ল্যাস্টিক ব্যবহার করা হলেও তা পুরোটাই রিসাইকেল প্ল্যাস্টিক। যেহেতু ফোনটিতে ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে সেকারণে ফোনের ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে রয়েছে গরিলা গ্লাস ৫।
ফোনের ক্যামেরাতেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডুয়েল রিয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অনেক সংস্থা ডুয়াল ক্যামেরার ক্ষেত্রে একটি ক্যামেরায় ভালো সেন্সর ব্যবহার করলেও অন্য ক্ষেত্রে খুব সাধারণ সেন্সর ব্যবহার করে। কিন্তু এক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সনি সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রাইমারি ক্যামেরা ৫০ এমপির। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় ১১৪ ডিগ্রি পয়েন্ট অফ ভিউ দেওয়া হয়েছে। ফোর-কে ভিডিয়ো রেকর্ডিংয়ের সুবিধা সহ রেকর্ডিয়ের সময় ব্যাকপ্যানেলে লাল ইন্ডিকেটর জ্বলতে দেখা যাবে। দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে। ফোনের চারপাশের বেজ়েল পাতলা রাখার জন্য ফ্লেক্সিবল ও-এলইডি (Flexivle OLED) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। থাকছে ১২০Hz রিফ্রেস রেট।
স্ন্যাপড্রাগন ৭৭৮জি+৬এনএম (Snapdragon 778G+ 6nm) প্রসেসর ব্য়বহার হয়েছে নাথিং ফোন-এ। কম্পানির দাবি এই চিপসেট বিশেষভাবে টিউন করেছে কোয়ালকম (Qualcomm)। থাকছে ৪,৫০০ এমএএইচ ব্যটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ১ ঘণ্টার মধ্যে ফুল চার্জ করা হবে এই ফোন এবং কোম্পানির দাবি একবার চার্জে সারাদিন চলবে।
এছাড়াও, স্টক অ্যান্ডরয়েডের উপর নাথিং ও এস ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এরসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার যোগ করা হয়েছে। তার মধ্যে থার্ড পার্টি-ডিভাইস কন্ট্রোলের সুবিধা দেওয়া হয়েছে। ফোন থেকেই টেসলা ইলেকট্রিক গাড়ি কন্ট্রোল করা যাবে।
Leave a Reply