ইউ এন লাইভ নিউজ: ভারতীয় দলের ‘হেডস্যার’ হবেন তিনিই। ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-র অন্দর থেকে স্পষ্টতই এহেন খবর উঠে আসছে। তারই সঙ্গে সূত্র মারফত জানা যাচ্ছে, গৌতম গম্ভীর একাধিক প্রস্তাব দিয়েছেন ‘বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’-কে।
সর্বভারতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় দলের হেড কোচের পদের জন্য গম্ভীরই একমাত্র আবেদন করেছিলেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি গৌতম গম্ভীরের সঙ্গে সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডব্লিুউ. ভি. রামন-রও ইন্টারভিউ নিয়েছে। এছাড়াও নাম জানা না গেলেও শোনা যাচ্ছে বুধবার এক বিদেশি কোচেরও ইন্টারভিউ নিতে চলেছে বোর্ড।
নিজের ইন্টারভিউতে গম্ভীর ভারতীয় দলের কোচিং নিয়ে তাঁর শর্তাবলী রেখেছেন। তিনি জানিয়েছেন, ‘দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাঁর হাতে থাকতে হবে। সাদা ও লাল বলের জন্য আলাদা আলাদা দল থাকতে হবে।’ এদিকে এক বোর্ড কর্তা জানিয়েছেন, ‘ডব্লিুউ. ভি. রামনের উপস্থাপনা খুবই আকর্ষণীয় হয়েছে। বিস্তারিত ভাবে ইন্টারভিউ দিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার।’
টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের মেয়াদ জুলাই, ২০২৪ থেকে ডিসেম্বর, ২০২৭ অবধি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। তাই বিশ্বকাপের পরেই ভারতীয় বোর্ড নতুন কোচের নাম সরকারিভাবে জানাবে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, ভারতীয় দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। ২০ জুন নিজেদের সুপার-এইট পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামবেন রোহিত-কোহলিরা।
Leave a Reply