অবশেষে জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বৃহস্পতিবার ৬৫ জন অভিযুক্তের মধ্যে ৬৪ জনকেই জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। জামিনের সময় তাঁদের ওপর কোনও শর্ত চাপাননি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। বুধবারই শুনানিপর্ব চলার সময় বিচারপতি প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন রাজ্যকে। এদিন সেই বিচারপতিই আইএসএফ বিধায়কের জামিন মঞ্জুর করেছেন।

আইএসএউ বিধায়ক জামিন পেলেও নিউ মার্কেট থানা এলাকায় যাতে নওশাদ সিদ্দিকিকে ঢুকতে দেওয়া না হয় তার জন্যও আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু রাজ্যের সেই আবেদনও এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেস ডায়েরি থেকে একনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া য়ায়নি। এদিন আদালত নির্দেশ দিয়েছে, তদন্তে সহযোগিতা করতে হবে নওশাদকে। তদন্ত আধিকারিক তাঁকে ডাকলে তাকে হাজিরা দিতে হবে।