নিউজ ডেস্ক: শনিবারও জামিন পেলেন না ভাঙড়ের আইএসএফ বিধায়ক নাওশাদ সিদ্দিকি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। এদিনও নওসাদ দাবি করেছে, তাঁকে বিনা করাণে আটকে রাখা হচ্ছে। নওশাদ এদিনও হুঁশিয়ারি দিয়ে বলেন, লড়াই জারি থাকবে।
আদালতে ঢোকার সময় শমিবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ। তিনি বলেন, “যে লড়াইতে নেমেছে নওশাদ সিদ্দিকি সেই লড়াই কোনওভাবেই থামবে না। একজন বিধায়ককে কীভাবে আটকে রাখা হচ্ছে তা সবাই দেখছে। কিন্তু লড়াই কোনওভাবেই থামবে না। লড়াই চলছে, চলবে। অনেক মামলাই আমার বিরুদ্ধে। কিন্তু সবাই দেখতে পাচ্ছে কী হচ্ছে। পঞ্চায়েতে এর জবাব পবে।”
যদিও নওশাদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
Leave a Reply