বেলা বাড়তেই বাড়ছে গরম, শীত আসার খবর কী?

নিউজ ডেস্ক: ভোরের দিকে অনুভব করা যাচ্ছে বেশ ঠান্ডার আমেজ। রাতের দিকেও একই। তবে, বেলা বাড়লেই বাড়ছে গরম। তাপমাত্রা বাড়ছে, শুষ্ক আবহাওয়ার ফলে গরমও অনুভূত হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে। গত দশ বছরের রেকর্ড ভেঙে ‘শীতলতম দিন’ দেখা গিয়েছিল ২৯শে অক্টোবর। তাতে রাজ্যবাসী ধারণা করেছিলেন, এই বছরে তবে শীত পড়ছে জাঁকিয়ে। কিন্তু এখনও পারদের যা উত্থান পতন, তাতে শীত কবে আসছে- তারই দিন গুনছে বঙ্গবাসী।

আরও পড়ুন: দূষণ ছড়ালেই গাড়ি পিছু ২০,০০০ হাজার টাকা জরিমানা, ঘোষণা দিল্লি প্রশাসনের

কী বলছে আবহাওয়া দফতর

হাওয়া অফিস সূত্রে খবর, এই সপ্তাহে না হলেও, নভেম্বরের মাঝামাঝি সময় বঙ্গে প্রবেশ করবে শীত। তখন আর ভোরের বা রাতের দিকে ঠান্ডার আমেজ নয় , একেবারে জাঁকিয়ে পড়তে চলেছে শীত। পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন গোটা বাংলায় বিরাজ করবে শুকনো আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন একেবারেই নেই। উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা গেলেও, বর্তমানে পরপর দুটি পশ্চিমি ঝঞ্ঝা সৃষ্টি হওয়ার কারণে পার্বত্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, সিকিম এবং পার্শ্ববর্তী অঞ্চলে তুষারপাত হতে পারে।

আরও পড়ুন: পথের আলাপেই পথচলা শুরু মিঠুন-খুকুমণির

এক ঝলকে আজকের আবহাওয়া(কলকাতা)

একেবারে বেলার দিক ছাড়া, গোটা দিন জুড়েই থাকবে শীতল আমেজ। রবিবার সহ আগামী কয়েকদিন শহরে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭২%।