ইউ এন লাইভ নিউজ: দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, আমন্ত্রিত অতিথিদের তালিকায় আছেন আট হাজার জন। দেশ-বিদেশের তাবড় তাবড় নেতা -মন্ত্রী থেকে শুরু করে সাধারণ শ্রমিকেরা সেই তালিকায় জায়গা করে নিয়েছেন। ঠিক তখনই প্রশ্ন উঠল আদৌ ইন্ডিয়া জোটের জয়ী সাংসদদের কি সেখানে ডাকা হয়েছে ? এই বিষয়টিই স্পষ্ট করে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি জানিয়েছেন, ”বিদেশ থেকে নেতাদের অনুষ্ঠানে আহ্বান করা হয়েছে। তবে আমাদের নেতারা এখনও কোনও আমন্ত্রণ পাননি। যদি আমন্ত্রণ জানানো হয় সেক্ষেত্রে ইন্ডিয়া জোট ভেবে দেখবে।”
উল্লেখ্য, রবিবার সন্ধেতেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। শপথ গ্রহণকে কেন্দ্র করে বহু অতিথিই রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছেছেন সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। রাষ্ট্রপতি ভবনেই এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।। পাশাপাশি এও জানা যাচ্ছে , শনিবারই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। রাহুল গান্ধী এই বিষয়টি নিয়ে ভেবে দেখবেন বলে জানিয়েছেন।